Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামারখালী বাজারে রেললাইন চেয়ে মানববন্ধন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ফরিদপুরের দুইশ’ বছরের ঐতিহ্যবাহী কামারখালী বাজার অক্ষুন্ন রেখে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
কামারখারী বাজাররক্ষা সমন্বয় কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী বাসস্টান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বাজার এলাকার বাইরে দিয়ে রেললাইন স্থাপন হোক নয়তো ক্ষতিগ্রস্ত হবে অন্তত সহস্রাধিক ব্যবসায়ী এবং তাদের পরিবারের অর্ধ লাখাধিক মানুষ।
মানববন্ধনের বাজারের সহস্রাধিক ব্যাবসায়ী ও স্থানীয়রা অংশগ্রহন করেন।
মানববন্ধনে ফজলুল হক মিয়া, দীপক সাহা, বাহারুল আলম মিয়া, মনিরুজ্জামান চৌধুরী, আতাউর রহমান মিয়া. হাজী রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু বককার মোল্লা ও সালাম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ