রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তা এবং বন্দর উপজেলার মদনপুরে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। উপজেলার কাঁচপুরের ওভারপাসের ঢালুতে, মোগরাপাড়া চৌরাস্তায় এবং মনদপুরে বিভিন্ন লোকাল বাস এবং দূরপাল্লার দাউদকান্দি, কুমিল্লা ও ফেনীতে চলাচলকারী বাসগুলোকে দীর্ঘক্ষণ থামিয়ে যত্রতত্র যাত্রী উঠানামা করছে।
এমনকি, কাঁচপুর হাইওয়ে থানার সামনেই চলে যাত্রী ওঠা-নামা। তবে স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশকে ম্যানেজ করেই লোকাল ও দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ রাস্তায় দাড়িয়ে যাত্রী উঠা-নামা করতে পারছে। আবার, বিভিন্ন গাড়ি থামিয়ে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি এবং অবৈধ স্ট্যান্ড, মৌসুমী ফলের দোকানের কারনে মহাসড়কের ওই তিনটি পয়েন্টে যানজট কমানো যাচ্ছে না। এজন্য কাঁচপুর থেকে মেঘনা যেতে ১০ মিনিটের পথ যেতে লাগে ঘন্টাখানিক বলে স্থানীয়দের অভিযোগ।
এদিকে, ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে অবৈধ সিএনজি (অটোরিক্সা), ইজিবাইক, ব্যাটারিচালিত অটোভ্যান, ট্রাক ও বাসস্ট্যান্ড এবং মৌসুমী ফলের দোকানের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সময় যানজট লেগে থাকে।
সরেজমিনে কাঁচপুর ওভারপাস, মোগরাপাড়া চৌরাস্তা, বন্দর উপজেলার মদনপুরে গিয়ে দেখা গেছে, চালকেরা তাদের যানবাহন মহাসড়কের ওপরে অবৈধভাবে স্ট্যান্ড করে রেখেছে। এছাড়াও লোকাল ও দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো মহাসড়কের ওপরে রেখে যাত্রী উঠানামা করার ফলে দ্রæতগতির গাড়িগুলো চলাচল করতে পারছে না এবং যানজটের সৃষ্টি হচ্ছে। এ সময় কয়েকটি লোকাল বাস সার্ভিসের কয়েকটি বাসসহ দাউদকান্দি, কুমিল্লা ও ফেনীতে চলাচলকারী বাসগুলোকে যাত্রী ওঠানামা করতে দেখা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।