Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

তবুও আসছে দ.আফ্রিকা আইপিএল-পিএসএলে করোনা আতঙ্ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস আতঙ্কে টোকিও অলিম্পিক পড়ে গেছে হুমকির মুখে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরামর্শ দেয়া হচ্ছে, অলিম্পিকে দর্শক নিষিদ্ধ করার। করোনার প্রভাব পড়েছে ইউরোপের ক্রীড়াঙ্গনে। ইতিমধ্যেই ৬ দেশের রাগবি চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছে। ইতালিতে ফুটবল ম্যাচ আয়োজন করা হচ্ছে দর্শকহীন স্টেডিয়ামে। জাপান, চীন, কোরিয়াসহ বেশ কিছু দেশে ক্রীড়াঙ্গন পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় এবার করোনা আতঙ্ক দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে চলতি পিএসএল ও আসন্ন আইপিএলে ভর করেছে করোনা আতঙ্ক। এরই মধ্যে ভারতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন। যা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে দেশটিতে এখনও কোনো আক্রান্তের খবর না থাকায় কিছুটা নির্ভার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি মাসের শেষ সপ্তাহেই (২৯ মার্চ) মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম সংস্করণ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ মে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ক্রিকেটের এই মেগা ইভেন্টে এবার করোনা ভাইরাস আতঙ্ক।
যদিও করোনাভাইরাসের ফলে আইপিএলে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তবে বিসিসিআই পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান, ‘এখন পর্যন্ত আইপিএল নিয়ে ভয়ের কিছু দেখছি না। তবে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।’ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিরও একই মত, ‘এসব নিয়ে আমরা এখনও কোনও আলোচনা করিনি।’
তবে আইপিএলের আগে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেবে প্রোটিয়ারা। সিরিজের প্রথম ম্যাচ ১২ মার্চ হিমাচল প্রদেশের ধর্মশালায়। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে লক্ষ্মৌ (১৫ মার্চ) ও কলকাতায় (১৮ মার্চ)।
এদিকে কোনো ধরণের বাজে অভিজ্ঞতা ছাড়াই মাঝপথে চলে এসেছে পাকিস্তান সুপার লিগ। মোট চারটি ভেন্যুতে আয়োজন করা হচ্ছে পিএসএলের ম্যাচগুলো। এর মধ্যে রয়েছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং মুলতান। করোনা আতঙ্কে এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশের সরকার। ইরান ভ্রমণ শেষে প্রায় তিন শতাধিক পর্যটক দেশে ফেরার পর থেকেই মূলত সতর্ক অবস্থানে তারা। স্টেডিয়ামের প্রতিটি প্রবেশ পথ এবং বিমানবন্দরগুলোতে থার্মাল স্ক্যানার বসানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে করাচির প্রায় সব স্কুল আগামী ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা আতঙ্ক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ