Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে বিক্ষোভ সমাবেশ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, হত্যা, ঘর-বাড়ি, মসজিদ-মাদরাসা ও পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আমন্ত্রণ বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা।
সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে গতকাল নগরীর টাউন হলের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। মোদির বাংলাদেশ সফরের আমন্ত্রণ বাতিল করা না হলে দেশের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা বুকের রক্ত দিয়ে তার আগমন প্রতিহত করবে বলেও বিক্ষোভ সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারন করেন।
নগরীর বাজার রোডের জামিয়া আরাবিয়া হজরত খাজা মঈন উদ্দিন চিসতী (র.) মাদরসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, মুফতি শাব্বির আহমাদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ