Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে কাজ না থাকায় বাড়ছে বেকারের সংখ্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভারতে কাজ না থাকায় বৃদ্ধি পাচ্ছে বেকারের সংখ্যা। গত ফেব্রæয়ারিতে দেশটির শহর এবং গ্রামাঞ্চল উভয় স্থানে বেকারত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তার রিপোর্টে জানিয়েছে। ফেব্রæয়ারিতে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৭.৭৮ শতাংশ। অথচ ইউরোপ, ফ্রান্সকে পিছনে ফেলে স¤প্রতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেয়েছে ভারত। এই সাফল্যের ওপরে ভর করে এখন ভারতকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতির দেশে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। এমন সময় সামনে এল ভারতীয় অর্থনীতির অন্য ছবি। পরিসংখ্যান বলছে, দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। সদ্য শেষ হওয়া ফেব্রæয়ারি মাসে দেশের বেকারত্বের হার ছিল ৭.৭৮ শতাংশ। রবিবার এমনই জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। ক্রমবর্ধমান বেকারত্ব-কাঁটা দিল্লি হিংসার ফলশ্রুতিতে নানা প্রশ্নের মুখে জর্জরিত মোদি সরকারের অস্বস্তি আরও বাড়াবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। ওয়েবসাইট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেকার

১২ ফেব্রুয়ারি, ২০২২
২৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ