Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনম ধিলনের নতুন ওয়েব সিরিজ ‘দিল বেকারার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

১৯৮০’র দশকে বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন পুনম ধিলন। অচিরেই তাকে দেখা যাবে ডিজনির হটস্টার প্লাটফর্মে ‘দিল বেকারার’ সিরিজে মান্তা ঠাকুরের ভূমিকায়। ‘ইশাকজাদে’ ফিল্মের জন্য খ্যাত হাবিব ফয়জাল সিরিজটি পরিচালনা করছেন। মজার কথা হল এই সিরিজ দিয়ে ১৯৮০’র স্বর্ণযুগে ফিরে যাবে কাহিনী। ভারতের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাকে ফুটিয়ে তোলা হবে সিরিজটিতে। তার ভূমিকা নিয়ে পুনম বলেন, ‘আমি ‘দিল বেকারার’-এ আমার রূপায়িত চরিত্র খুব উপভোগ করছি। আমার মনের খুব কাছের এই চরিত্র। এমন চরিত্রে আমি বরাবরই অভিনয় করতে চেয়েছি। এটি এমন এক চরিত্র যে তার স্বামীর পাশে আছে সবসময়, সবসময় ছেলেমেয়ে আর সংসারের দেখাশোনা করে সে। আমি আমার মাকে ঠিক যেমন দেখেছি তেমনই এই চরিত্র তাই এই চরিত্রটি আমার কাছে একেবারে বাস্তব।’ ‘দিল বেকারার’দেবযানী ঠাকুর এবং ডিলান শেখাওয়াতের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব নিয়েই ‘দিল বেকারার’-এর গল্প। এই সিরিজে আরও অভিনয় করছেন রাজ বাব্বর, পদ্মিনী কোলহাপুরি, সাহহার বাম্বা, অক্ষয় ওবেরয়, মেধা শঙ্কর, সুখমণি সাদানা। অনুজা চৌহানের ‘দোউজ প্রাইসি ঠাকুর গার্লস’ অবলম্বনে সিরিজটি নির্মিত হচ্ছে। সোবো ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘দিল বেকারার’ ডিজনি প্লাস হটস্টারে ২৬ নভেম্বর থেকে স্ট্রিমিং হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল বেকারার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ