Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জার্মানিতে ৬.৩ শতাংশ বেড়েছে বেকারত্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

জার্মানিতে বেকারত্বের হার বেড়ে ৬.৩ শতাংশে দাঁড়িয়েছে। ২০২০ সালের জানুয়ারি মাসের তুলনায় এ বছরের জানুয়ারিতে জার্মানিতে বেকারের সংখ্যা বেড়েছে ৪ লাখ ৭৫ হাজার। যা মোট জনসংখ্যার শ‚ণ্য দশমিক ৪ শতাংশ। এ তথ্য দিয়েছে জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সি। গত বছরজুড়ে করোনার প্রকোপে বিধ্বস্ত পুরো বিশ্ব। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সবকটি দেশের অর্থনীতিই। করোনা মোকাবেলা করতে গিয়ে জার্মানিতেও জারি করতে হয় কড়া লকডাউনসহ নানা বিধিনিষেধ। এতে অর্থনীতি থমকে যায়। আর এর প্রভাবই পড়েছে দেশটির শ্রমবাজারে। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জার্মান এমপ্লয়মেন্ট এজেন্সির প্রধান ডেটলেফ শেলে। তিনি বলেন, মহামারি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণই এ মাসে শ্রমবাজার স্থিতিশীল থাকার

কারণ। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬.৩-শতাংশ-বেকারত্ব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ