মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবান নেতা শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, তারা আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দেবেন না। -খামা প্রেস’ পার্সটুডে
প্রেসিডেন্ট আশরাফ ঘানির নেতৃত্বাধীন আফগানিস্তানের বর্তমান সরকারের প্রতি আমেরিকার সমর্থনের নিন্দা জানিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় প্রতিনিধিদলের অন্যতম সদস্য স্তানাকজাই বলেন, আফগানিস্তানের জনগণ এই সরকারকে মেনে নেয়নি এবং তারা এ সরকারকে বৈধ বলে মনে করে না।
এক বছরেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-তালেবান শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই। তিনি আরো বলেছেন, তালেবান এখন আফগানিস্তানের সকল পক্ষের মধ্যে সংলাপের আয়োজন করার চেষ্টা করবে, যাতে দেশে সর্বসম্মত একটি সরকার প্রতিষ্ঠা করা যায়।
তালেবানরা আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করলেও কাবুল সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। কারণ, তাদের মতে আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিত থাকা অবস্থায় আফগান সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই। কাজেই মার্কিন সেনাদের বহিষ্কার করার আগ পর্যন্ত কাবুলের সঙ্গে কোনো আলোচনা হবে না। তবে এস্তানাকজাই’র নতুন বক্তব্যে মনে হচ্ছে, মার্কিন সেনারা চলে যাওয়ার পরও আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে না তালেবান।
আব্বাস স্তানাকজাই এমন সময় এ বক্তব্য দিলেন, যখন আফগানিস্তানের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষিত পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি আগামী ৯ মার্চ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে কিছুটা তালেবানের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, তিনি বিকল্প সরকার ব্যবস্থা গঠন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।