Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর সুয়ারি ব্রিজ এলাকায় বরযাত্রীর গাড়িতে ডাকাতি

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ২:৪২ পিএম

আজ ভোররাতে পটুয়াখালী -গলাচিপা সড়কের সুয়ারি ব্রিজ এলাকায় গাছ ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বরযাত্রীর বাস ও মাইক্রো বাসে হামলা চালিয়ে কয়েক লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ওমূল্যবান সামগ্রী লুট করেছে মুখোশধারী ৭/৮জনের ডাকাতদল।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোরশেদ খান জানিয়েছেন, ঝালকাঠি থেকে বিয়ে শেষে গলাচিপা ফেরার পথে ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে৭/৮ জনের ডাকাতদল রাস্তায় গাছ ফেলে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে মহিলাও পুরুষ যাত্রীদের কাছ থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও দশটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় । খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ,এ বিষয়ে গলাচিপা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে,প্রাথমিকভাবে বাস-মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এছাড়াও আসামিদের ধরতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন ।
গলাচিপা এলাকার বাপ্পী দাসের আত্মীয়-স্বজন গতকাল রাতের নলছিটিতে বাপি দাস এর বিবাহ শেষে গলাচিপা ফেরার পথে এ ঘটনা ঘটে ।
এদিকে আজ সকালে পটুয়াখালীর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ