Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কারো সাথে যুদ্ধের ইচ্ছা নেই : পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার কারো সাথে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা নেই। তবে মস্কোর সাথে বিরোধে জড়িত দেশগুলোকে থামাতে কাজ করছে রাশিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ তাসকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানায় পুতিন। গত কয়েক দিন ধরে তুরস্কের সাথে শুরু হওয়া উত্তেজনার মধ্যেই এ কথা জানায় রাশিয়া। ইদলিবে সিরিয়ার সাথে যুদ্ধেরত তুরস্কের সাথে ক্রমেই উত্তেজনা বাড়ছিল রাশিয়ার। সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা দিয়ে আসছে রাশিয়া। যার ফলে দেশটির সাথে সংকট দেখা দেয় তুরস্কের। এদিকে সোমবার ইদলিবে তুর্কি ড্রোন হামলায় ১৯ সিরিয়ান সেনা নিহত হয়েছে। এছাড়া রোববার দুটি সিরিয়ান যুদ্ধ বিমান ভ‚পাতিত করে তুরস্ক। বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর থেকেই ইদলিবে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অপর এক খবরে বলা হয়, সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গিবিমানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না মস্কো। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে ইদলিব প্রদেশের আকাশসীমা বন্ধ ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হলো। একজন রুশ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা বলা হয়। ইয়েনি শাফাক, ইতার-তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ