মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাত্র-পাত্রীর বিয়ে ঠিক হয়েছে। দিনক্ষণ সব ঠিক। সব আয়োজন চলছে। কিন্তু তলে তলে চুটিয়ে প্রেম করছিলেন পাত্রের পিতা হিম্মত পান্ডব (৪৬) ও পাত্রীর মা শবনা র্যাভেল (৪৩)। যখন ছেলেমেয়ের বিয়ে দেবেন ঠিক তখনই তারা দু’জন প্রেমে মত্ত হয়ে পালিয়ে যান। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানের পত্র-পত্রিকায় সংবাদ শিরোনাম হয়। সে এ বছর জানুয়ারির কথা। তখন তাদের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল থানায়। এরপর এক পর্যায়ে তারা যার যার বাড়ি ফিরে আসেন। কিন্তু শবনা র্যাভেলকে তার স্বামী গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর তিনি আশ্রয় নেন পিতৃগৃহে। কিন্তু আবারও তারা পালিয়ে গেছেন। ঘটনাটি গুজরাটের। সেখানকার মধ্যবয়সী এই যুগলের এমন প্রেমপাগলামি দেখে অবাক সবাই। তবে এবার আর থানায় ডায়রি করা হয় নি। রোববার পরিবারের স‚ত্রগুলো এ তথ্য দিয়েছে। এতে বলা হয় হিম্মত পান্ডবের বাড়ি গুজরাটের সুরাটে। অন্যদিকে শবনা র্যাভেলের বাড়ি নবসারিতে। তারা কিশোর বয়সে একে অন্যের বন্ধু ছিলেন। তাদের মধ্যে প্রেমও হয়েছিল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আবার তাদের সেই প্রেম জেগে উঠেছে। তাই সন্তানদের বিয়ে হওয়ার আগেই তারা গত শনিবার আবার একে অন্যের হাত ধরে অজানার পথে পা বাড়িয়েছেন। বিভিন্ন স‚ত্র বলেছে, তারা সুরাটে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছেন। হিম্মত পান্ডের বাড়ি সুরাতের কাটারগামে। শবনার বাড়ি নবসারি জেলার ভিজলপুরে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।