Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তান, মায়ের পর চলে গেলেন বাবা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১০:৩৬ এএম

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকান্ডের ঘটনায় সন্তান, মায়ের পর এবার মারা গেলেন চিকিৎসাধীন অগ্নিদগ্ধ বাবা শহিদুল কিরমানী।

সোমবার (২ মার্চ) ভোরে তিনি মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন। এনিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা হল ৫ জন।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে এবং আহত আরও দু'জনকে (শিশুটির বাবা ও মা) ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। গতকাল শিশুটির মা এবং আজকে বাবা মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ