পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দিল্লিতে মুসলিমদের হত্যার ঘটনায় নিমন্ত্রণ বাতিলের দাবির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি দিয়েছেন নরেন্দ্র মোদি। সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন আসবেন। মেহমান রাজি হয়েছেন আসতে, তাকে আমরা সম্মান করব। আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব আসবেন বিস্তারিত আলাপ করার জন্য। আগামী ১৭ মার্চ শুরু হয়ে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হবে। বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে মূল অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত বিশ্ব নেতাদের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন তালিকার প্রথমদিকে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মোদির ঢাকা সফরে আসার নিশ্চিত বার্তা পাওয়া গিয়েছিল কিছুদিন আগেই। কারণ মোদির সফরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত কর্মকর্তারা ঢাকা সফরও করে গেছেন।
দুই দিনের সফরে কর্মকর্তারা ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে তাদের সিরিজ বৈঠক করেছেন। মোদি যেসব স্থানে যাবেন তারা সেসব স্থান সরেজমিনে ঘুরে দেখেছেন। বিশেষ করে সফরে যে সড়কগুলো ব্যবহৃত হবে এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন। মোমেন বলেন, আমরা আমাদের নিয়মে মেহমানদের যা যা সম্মান করার সেটা করব। তবে আমরা এটুকু আশা করব, আমাদের মেহমানরা আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও ইচ্ছার গুরুত্ব দেবে। আমরা আশা করি মেহমানরা আমাদের প্রত্যাশা ও ইচ্ছাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে। এদিকে আলাদা আরেক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন। সচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, তবে ১৭ মার্চ সকালের দিকে ওনার আসার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে আলোচনার জন্য আজ সোমবার ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন।
হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন। ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করা কূটনীতিক শ্রিংলার পররাষ্ট্র সচিব হিসেবে এটাই প্রথম বিদেশ সফর। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে মোদির সফরসূচি চূড়ান্ত করা ছাড়াও দুই দেশের মধ্যে বিতর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও সচিব।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে সা¤প্রতিক সময়ে সংঘটিত দাঙ্গা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আপত্তি এসেছে দেশের বিভিন্ন মহল থেকে। কয়েকটি ইসলামি দল মোদির সফরকালে বিমানবন্দর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছে।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এরই মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিরা অবশ্যই থাকবে। আর মোদির সফর এখন আর বাতিল করা সম্ভব নয় বলেও পরিষ্কার করেছেন কাদের।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ জানানো হয়েছিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু বর্তমানে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। এই প্রেক্ষাপটে মাহাথির মোহাম্মদের আমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাহাথির মোহাম্মদ বলেছিলেন যে আসবেন, কিন্তু এখনতো তিনি নেই। তবে তিনি একজন ইনস্টিটিউশন। সুতরাং আমরা অন্যভাবে ওনাকে নিয়ে আসতে পারব।
আজ ঢাকায় আসছেন শ্রিংলা
এদিকে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আজ সোমবার দু’দিনের সফরে ঢাকা আসছেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করবেন তিনি।
সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই সফর চূড়ান্ত করতেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফরকালে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনেরও সঙ্গেও বৈঠক করবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে শ্রিংলার।
এছাড়া একই দিনে তিনি রাজধানীতে ‘বাংলাদেশ:ভারত একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’-শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন। কাল মঙ্গলবার (৩ মার্চ) শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন।
সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলার ঢাকা সফর প্রথমে ১ মার্চ নির্ধারিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে সফর একদিন পেছানো হয়। ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে কানেকটিভিটি নিয়ে দু’টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় দেশটির হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছর জানুয়ারিতে ঢাকার দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে যোগ দেন। স¤প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব নিযুক্ত হওয়ার পরে এটাই তার প্রথম বাংলাদেশ সফর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।