Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির ঢাকা সফর চূড়ান্ত

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

দিল্লিতে মুসলিমদের হত্যার ঘটনায় নিমন্ত্রণ বাতিলের দাবির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি দিয়েছেন নরেন্দ্র মোদি। সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আজ সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন আসবেন। মেহমান রাজি হয়েছেন আসতে, তাকে আমরা সম্মান করব। আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব আসবেন বিস্তারিত আলাপ করার জন্য। আগামী ১৭ মার্চ শুরু হয়ে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত হবে। বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে মূল অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত বিশ্ব নেতাদের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন তালিকার প্রথমদিকে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মোদির ঢাকা সফরে আসার নিশ্চিত বার্তা পাওয়া গিয়েছিল কিছুদিন আগেই। কারণ মোদির সফরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত কর্মকর্তারা ঢাকা সফরও করে গেছেন।

দুই দিনের সফরে কর্মকর্তারা ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে তাদের সিরিজ বৈঠক করেছেন। মোদি যেসব স্থানে যাবেন তারা সেসব স্থান সরেজমিনে ঘুরে দেখেছেন। বিশেষ করে সফরে যে সড়কগুলো ব্যবহৃত হবে এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছেন। মোমেন বলেন, আমরা আমাদের নিয়মে মেহমানদের যা যা সম্মান করার সেটা করব। তবে আমরা এটুকু আশা করব, আমাদের মেহমানরা আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও ইচ্ছার গুরুত্ব দেবে। আমরা আশা করি মেহমানরা আমাদের প্রত্যাশা ও ইচ্ছাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে। এদিকে আলাদা আরেক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছেন বলে জানিয়েছেন। সচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, তবে ১৭ মার্চ সকালের দিকে ওনার আসার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে আলোচনার জন্য আজ সোমবার ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন।

হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন। ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করা কূটনীতিক শ্রিংলার পররাষ্ট্র সচিব হিসেবে এটাই প্রথম বিদেশ সফর। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে মোদির সফরসূচি চূড়ান্ত করা ছাড়াও দুই দেশের মধ্যে বিতর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ও সচিব।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে সা¤প্রতিক সময়ে সংঘটিত দাঙ্গা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আপত্তি এসেছে দেশের বিভিন্ন মহল থেকে। কয়েকটি ইসলামি দল মোদির সফরকালে বিমানবন্দর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছে।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এরই মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিরা অবশ্যই থাকবে। আর মোদির সফর এখন আর বাতিল করা সম্ভব নয় বলেও পরিষ্কার করেছেন কাদের।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ জানানো হয়েছিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু বর্তমানে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। এই প্রেক্ষাপটে মাহাথির মোহাম্মদের আমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাহাথির মোহাম্মদ বলেছিলেন যে আসবেন, কিন্তু এখনতো তিনি নেই। তবে তিনি একজন ইনস্টিটিউশন। সুতরাং আমরা অন্যভাবে ওনাকে নিয়ে আসতে পারব।

আজ ঢাকায় আসছেন শ্রিংলা
এদিকে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আজ সোমবার দু’দিনের সফরে ঢাকা আসছেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করবেন তিনি।

সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই সফর চূড়ান্ত করতেই ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফরকালে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনেরও সঙ্গেও বৈঠক করবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে শ্রিংলার।
এছাড়া একই দিনে তিনি রাজধানীতে ‘বাংলাদেশ:ভারত একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’-শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন। কাল মঙ্গলবার (৩ মার্চ) শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন।

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলার ঢাকা সফর প্রথমে ১ মার্চ নির্ধারিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে সফর একদিন পেছানো হয়। ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে কানেকটিভিটি নিয়ে দু’টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় দেশটির হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছর জানুয়ারিতে ঢাকার দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রে হাইকমিশনার হিসেবে যোগ দেন। স¤প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব নিযুক্ত হওয়ার পরে এটাই তার প্রথম বাংলাদেশ সফর।



 

Show all comments
  • কষ্ট আমার জীবন সাথী ২ মার্চ, ২০২০, ১২:৪৮ এএম says : 2
    দেখা যাক চর্মনাই কওমী কি করে এখন
    Total Reply(0) Reply
  • Sheikh Asif Mahmud ২ মার্চ, ২০২০, ১২:৪৯ এএম says : 0
    বাংলাদেশের জনগণের দাবি তোয়াক্কা না করে, মুদিকে আমন্ত্রণ করাটাই প্রমাণ করে বর্তমান সরকার সেচ্ছাচারি সরকার।
    Total Reply(0) Reply
  • Abdullah AL Mamun Amran ২ মার্চ, ২০২০, ১২:৪৯ এএম says : 0
    এই লোকটি বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নষ্টের মূল।
    Total Reply(0) Reply
  • Mohammad Selim Miah ২ মার্চ, ২০২০, ১২:৪৯ এএম says : 0
    তাহলে আওয়ামী লীগ এর পতন ও নিশ্চিত হয়েই যাবে,, ইনশাআল্লাহ,,
    Total Reply(0) Reply
  • নীল প্রজাপতি ২ মার্চ, ২০২০, ১২:৪৯ এএম says : 0
    বাংলাদেশ কে এখনও করোনা ধরে নাই. মোদী আসলে এটা ধরা শুরু করবে
    Total Reply(0) Reply
  • Faysal Mredha ২ মার্চ, ২০২০, ১২:৫০ এএম says : 0
    মোদি বাংলাদেশে আসা মানে এদেশকে অস্থিতিশীল করে দেওয়া।
    Total Reply(0) Reply
  • MD Nasir ২ মার্চ, ২০২০, ১২:৫০ এএম says : 0
    দিল্লির সমস্যা সমাধান করুন, নাইলে আমাদের ছাত্রলীগ পাঠিয়ে দিব: ভারতকে ওবায়দুল কাদের
    Total Reply(0) Reply
  • Kamal Pasha Jafree ২ মার্চ, ২০২০, ১২:৫০ এএম says : 0
    ওরা এদেশে এসে জঙ্গি সন্ত্রাস সৃষ্টি করবে।
    Total Reply(0) Reply
  • সাকা চৌধুরী ২ মার্চ, ২০২০, ১২:৫৪ এএম says : 0
    কসাই মোদিকে যে কোনো মূল্যে বাংলাদেশে প্রতিহত করতে হবে। ৈএতে যাইহোক তাকে পরোয়া করা মুসলিমদের ঠিক হবে না।
    Total Reply(1) Reply
    • এক পথিক ২ মার্চ, ২০২০, ৯:১২ এএম says : 4
      শাহাদাত বরণের সৎসাহস থাকলে মোদির বাংলাদেশ সফরে বাধা দেয়ার চেষ্টা করতে পারেন; তা না হলে এসব বিবৃতির কোনো মূল্য নেই।
  • এক পথিক ২ মার্চ, ২০২০, ৯:০৩ এএম says : 0
    কসাই মোদী মুসলিমদের শত্রূ - মানবতার শত্রূ; কিন্তু আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু। সেজন্য ওই কসাইকে আওয়ামী লীগ সরকার মেহমান হিসেবে স্বাগত জানাবে - এটা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যে এরই মধ্যে পরিষ্কারভাবে জানা গিয়েছে। মহান আল্লাহ কসাই মোদী আর তার অভ্যর্থনাকারীদের হেদায়াত দান করুন কিংবা ওদের উপর আসমানী গজব নাজেল করুন।
    Total Reply(0) Reply
  • habib ২ মার্চ, ২০২০, ৯:৩২ এএম says : 0
    Bangladesh is not secure within ................. hand. many reason behind it. ........ do not care about peoples requirements. Bangladesh should not invite Modi because he is an Muslim slaughter..
    Total Reply(0) Reply
  • Monjur alahi ২ মার্চ, ২০২০, ১০:৩৩ এএম says : 0
    বাংলাদেশের ১৭কোটি জনতার যৌক্তিক দাবি উপেক্ষা করে বিশ্ব সন্ত্রাসীদের গডফাদার মোদির আগমন নিশ্চিত করাটা দেশ ও জাতির জন্য বিরাট হুমকির দিকে ঠেলে দেবে সরকার এখনো সময় বাকি জনতার দাবি মেনে নিন
    Total Reply(0) Reply
  • Tazulislam ২ মার্চ, ২০২০, ১০:৫৬ এএম says : 0
    দেখা হবে রাজপথে, নরেন্দ্র মোদির বাংলাদেশে কিভাবে আসবে দেখে নেব, তারা সেটা যদি নিশ্চিত হয় তাহলে এটাও নিশ্চিত যে আওয়ামী লীগের পতন হবে ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Nayeem Hussen ২ মার্চ, ২০২০, ১২:০৫ পিএম says : 0
    জোর করে নির্বাচিত সরকার কখনো জনগণের কথা মানবে না এটাই স্বাভাবিক কোন কিছু আশা করা ঠিক না
    Total Reply(0) Reply
  • jack ali ২ মার্চ, ২০২০, ১০:০৯ পিএম says : 0
    Our government is the biggest enemy of our beloved country......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মা

১১ জানুয়ারি, ২০২৩
৩১ অক্টোবর, ২০২২
৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ