Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রোটিয়াদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০১ এএম

অধিনায়কত্বে পরিবর্তনের পর টিম গেমের রুপটাই পাল্টে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরশু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ৭৪ রানে। প্রোটিয়ারা আধিপত্য বিস্তার করেছে ব্যাট-বলে দুই বিভাগেই। হেনরিখ ক্লাসেনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সঙ্গে ছিল ডেভিড মিলারের হাফসেঞ্চুরি। আবার বল হাতে আধিপত্য বিস্তার করেছেন লুঙ্গি এনগিডিও।

পার্লে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা ছিল হতাশার। ৪৮ রানে ফিরে গেছেন তিন ব্যাটসম্যান। জানেমান মালান (০), কুইন্টন ডি কক (১৫) ও তেম্বা বাভুবা (২৬) ফিরে গেলে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। প্রাথমিক এই ধাক্কা সামাল দেন কাইল ভেরেইন ও হেনরিখ ক্লাসেন ৭৮ রানের জুটিতে। ৪৮ রানে ভেরেইনের বিদায়ে এই জুটি ভাঙলেও প্রোটিয়াদের এগিয়ে নিয়েছেন ক্লাসেন। মিলারের সঙ্গে ১৪৯ রানের জুটিতে দলের স্কোর নিয়ে গেছেন ২৭৫ রানে। মিলার টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে ৬৪ রানে ফিরলে ভাঙে এই জুটি। তবে ক্লাসেন অপরপ্রান্তে থেকে দলকে পাইয়ে দিয়েছেন বিশাল পুঁজি। তার অপরাজিত ১২৩ রানে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে করেছে ২৯১ রান। ক্লাসেনের ১১৪ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়। অস্ট্রেলিয়ার পক্ষে ৪৫ রানে তিন উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। দুটি নিয়েছেন মিচেল স্টার্ক। জবাবে অস্ট্রেলিয়া ৪৫.১ ওভারে গুটিয়ে যায় ২১৭ রানে। অথচ এ অস্ট্রেলিয়াকেই ৮৪ রানের জুটিতে আশা দেখাচ্ছিলেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। স্মিথ সর্বোচ্চ ৭৬ ও লাবুশেন ৪১ রানে ফিরলে এর পর অস্ট্রেলিয়ার হয়ে আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। অজিদের শুরুর সর্বনাশটা করেছেন লুঙ্গি এনগিডি। ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে নিয়েছেন আইনরিক নর্কিয়া ও তাবরাইজ শাসমি। ম্যাচসেরা সেঞ্চুরিয়ান ক্লাসেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়

৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ