Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোভা জাগোরা শিল্প প্রদর্শনীতে ইরানি শিশুদের পুরস্কার জয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ৭:৪০ পিএম

বুলগেরিয়ায় ২৪তম নোভা জাগোরা আন্তর্জাতিক যুব শিল্প প্রদর্শনীতে সাত ইরানি শিশুকে সম্মানসূচক ডিপ্লোমা প্রদান করা হয়েছে।

বিজয়ী শিশুরা হচ্ছে- পার্নিয়া মোহাম্মদী, নাজানিন-জাহরা খাতেরি, এলেনা ওমিদ, ফাতিমা সোলগি, ফাতেমেহ মাসুদি, জাহরা আসগারি এবং পানিজ নিকবখত। তারা সবাই ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট-কানুন-এর বিভিন্ন শাখার সদস্য।

প্রফেসর মারিন ডোব্রেভের সভাপতিত্বে বিশেষ জুরি উৎসবের বিজয়ীদের বাছাই করেছে।

প্যানেলের অন্যান্য সদস্য ছিলেন তারকা জাগোরা, সুজানা কারানফিলোভা এবং সোফিয়া এবং মারিয়া পেটকোভা।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ