মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তিতে কয়েক হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়ার কথা বলা হলেও কারাগারে বন্দী পাঁচ হাজার তালেবানকে মুক্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ নয় কাবুল, চুক্তির একদিন পরেই বললেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। -ইয়ন নিউজ
গত ১৮ মাসে অন্তত দশ দফা তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার পর এই চুক্তি সই হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, বন্দী এক হাজার আফগান সেনা মুক্তির বিনিময়ে আফগান সরকার পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেবে।
আজ আফগানিস্থানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, চুক্তিতে যেভাবে তালেবান বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে বলা হয়েছে আফগান সরকার ঠিক সেভাবে কোনো প্রতিশ্রুতি দেয়নি।
তিনি বলেন, কাবুল সরকারের সঙ্গে সরাসরি আলোচনার জন্য তালেবান তাদের পাঁচ হাজার বন্দীকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছে। কিন্তু সরাসরি আলোচনার ব্যাপারে বন্দি মুক্তির বিষয়টি পূর্বশর্ত হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্যের ফলে শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।