Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২০, ১২:০২ এএম


শাহিনবাগে ১৪৪ ধারা
ইনকিলাব ডেস্ক : এবার জনতার বিক্ষোভ ঠেকাতে ভারতের রাজধানী দিল্লির শাহিনবাগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন বিপুল সংখ্যক মানুষ। তাদের বিরুদ্ধে অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইনের পক্ষে সেখানে বিক্ষোভের ডাক দিয়েছিল উগ্র ডানপন্থি হিন্দু সেনা। এমন অবস্থায় সেখানে পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে পুলিশ। জি নিউজ।


অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু
ইনকিলাব ডেস্ক : নতুন করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ফিরিয়ে আনা ৭৮ বছর বয়সী এই ব্যক্তি রোববার পার্থের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত ব্যক্তির স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। সিএনএন।


ফ্রি যাতায়াত
ইনকিলাব ডেস্ক : ইউরোপের দেশ লুক্সেমবার্গে যানজট কমাতে রাস্তায় ব্যক্তিগত গাড়ি কমানোর লক্ষ্যে বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনে যাতায়াত ব্যবস্থা একদম ফ্রি করে দিয়েছে। বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনে যাতায়াত করলে পকেট থেকে কোনো অর্থ খরচ হবে না। একদম ফ্রিতে শহরের যেখানে খুশি যখন ইচ্ছা ভ্রমণ করতে পারবেন নাগরিকরা। এএফপি।


যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সারাবিশ্বে মোট ৮৫ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত। এরমধ্যে প্রায় ২৯০০ জনের মৃত্যু হয়েছে। নিহতের বেশিরভাগ ভাইরাসটির উৎপত্তিস্থল চীন দেশের নাগরিক। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ