Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিশ্বকাপ শেষ সালমাদের গ্রুপচ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা! নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ হেরে আগেই সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকেই গিয়েছিল টাইগ্রেসরা। ক্ষীণ সম্ভাবনা থাকলেও তা কেবল কাগজে কলমেই। নিজেদের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিল সালমা বাহিনী। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে কিউই নারীদের সঙ্গে পেরে উঠল না লাল সবুজের প্রতিনিধিরা।

গতকাল ম্যাচটি জিততে পারত বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯১ রানে কিউইদের অলআউট করে দেয় সালমারা। কিন্ত জয়ের খোঁজে থাকা বাংলাদেশ এই রানও করতে ব্যর্থ! ৭৪ রানে অলআউট হয়ে যায় সালমার দল। বাংলাদেশের হয়ে নিগার সুলতানা সর্বাধিক ২১ রান করেন। এছাড়া মুর্শিদা খাতুন ১১, রিতু মনি ১০ রান ছাড়া অন্য কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি। শুরুর দিকে দ্রæত উইকেট হারিয়ে চাপে পড়াতে শেষের দিকে জয়ের সম্ভাবনা থাকলেও রানের তুলনায় বল কম থাকায় হারতে হয়েছে বাংলাদেশকে। কিউইদের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন লেই কাস্পারেক ও হেলি জেনসেন। এক উইকেট শিকার করেন সোফি ডিভাইন। আর শেষ উইকেটটি নেন এমেলিয়া কের।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের মেয়েরা ১৮.২ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৯১ রান করে। দলের হয়ে মিশেল প্রিয়েস্টের সর্বাধিক ২৫ করেন। এছাড়া সুইজ ব্যাটিস ১৫, অধিনায়ক ডিভাইনের ১২ এবং ম্যাডি গ্রিনের ১১ রান ছাড়া অন্য কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি। বাংলাদেশের হয়ে রিতু মনি ৪ ওভার করে ১৮ রান দিয়ে ৪টি, সালমা খাতুন ২.২ বল করে ৭ রান দিয়ে ৩টি এবং রুমানা আহমেদ ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

একই দিনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা চতুর্থ জয়ে এবার গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে গেল ভারত। ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে হারমানপ্রিত করের দল। মেলবোর্নের জংশন ওভালে শ্রীলঙ্কা নারী দল ২০ ওভারে ৯ উইকেটে করে ১১৩। সহজ লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২ বল আগেই টপকে গেছে ভারত। টানা চার জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে তারা হয়েছে গ্রুপসেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ