রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন নিকাহ্ রেজিস্টার মাওলানা নুরুল আলম ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শনিবার সকালে ঢালুয়া-বক্সগঞ্জ সড়কের মগুয়া সাইনবোর্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন, ডা. নুরুল হক, আ.লীগ নেতা সায়েদুল হক, আব্দুল গফুর, দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা আল আমিন, সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি দিদারুল ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন আরমান, ডা. রুহুল আমিন, স্থানীয় মসজিদ কমিটির সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্টি দেয়ার জন্য এলাকার কয়েকজন চিহিৃত সন্ত্রাসী মগুয়া গ্রামের কাজী মাওলানা নুরুল আলমের কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় মগুয়া গ্রামের মাস্টার জাফর, ফরিদ, ভট্টু, সৌরভ, আব্দুল মান্নান, লিয়ন হোসেন, নেছার উদ্দিন গত ২২ ফেব্রæয়ারি প্রকাশ্য দিবালোকে নুরুল আলমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়া এসব সন্ত্রাসী গত ২০ ফেব্রæয়ারি চাঁদা না দেয়ায় মগুয়া গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় নারী ও শিশুসহ অন্তঃত ৭জন আহত হয়। বক্তারা এলাকার এসব চিহিৃত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।