মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শান্তির পায়রা অশান্তি ছড়ালো বিমানে। বিমানের এক প্রান্ত ছুঁয়ে ফের অন্য প্রান্তের দিকে উড়ে যাচ্ছে বিমানটি। এভাবেই প্রায় আধা ঘণ্টা ধরে একটি পায়রা উড়ল বিমানজুড়ে। এসময় যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। পায়রাটিকে ধরতে কেউ কেউ দাড়িয়ে চেষ্টাও করেন। বিমানে উড়ন্ত পায়রাকে ধরতে হুলস্থুল কান্ড বেধে যায় ক্রুদের মধ্যে। শুক্রবার বিকালের এমন বিরল ঘটনা ঘটল ভারতের জয়পুর থেকে আহমেদাবাদগামী গো-এয়ার বিমানে। ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, আহমেদাবাদের উদ্দেশে আকাশে ডানা মেলতে সবে প্রস্তুত হচ্ছিল বিমানটি। বিমানবন্দরের হাওয়ায় উড়ে ওই বিমানের কেবিনে দুটি পায়রা ঢুকে পড়ে। পায়রা দেখে যাত্রীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। পরে বিমানবালারা পায়রাগুলোকে বাইরের মুক্ত হাওয়ায় বের করে দেন। এই ঘটনায়বন্দর ছাড়তে বিমানটির ৩০ মিনিট দেরি হয়। বিমানে পায়রা ওড়ার সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাকেশ ভগত নামে এক যাত্রী। এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।