মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মন্দির রক্ষায় মুসলিমরা
ইনকিলাব ডেস্ক : এক সপ্তাহ ধরে সাম্প্রদায়িক সহিংসতায় জ্বলছে ভারতের উত্তর-পূর্ব দিল্লি। সহিংসতায় উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের পবিত্রস্থান মসজিদ পুড়িয়ে দিলেও মুসলিম অধ্যুষিত মুস্তাফাবাদের বাবুনগর অঞ্চলে শিব মন্দির রক্ষা করেছেন স্বয়ং মুসলিমরাই। পালাক্রমে পাহারা দিয়ে রক্ষা করেছেন শিব মন্দিরটি। ওয়েবসাইট।
ডিজনিল্যান্ড বন্ধ
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২ সপ্তাহের জন্যে ডিজনিল্যান্ড থিম পার্ক বন্ধ করে দিয়েছে জাপান। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতন হওয়ার আর্জি জানানোর পরই পার্ক কর্তৃপক্ষ এই বন্ধ ঘোষণা করে। আগামী ১৫ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে পার্কটি। এনএইচকে।
৫ শতাংশ কোটা
ইনকিলাব ডেস্ক : মহারাষ্ট্র সরকার শিগগিরই মুসলমানদের জন্য শিক্ষায় ৫ শতাংশ কোটা ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন রাজ্যের সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী নওয়াব মালিক। শুক্রবার তিনি রাজ্যের বিধানসভাকে এই তথ্য জানিয়েছেন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষণের পরিকল্পনা করছে। দীর্ঘদিন ধরে এই প্রস্তাবটি ঝুলে আছে। আউটলুক ইন্ডিয়া।
সতর্কতা জারি
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন করে ছয়টি দেশে প্রথম বারের মতো ভাইরাসটি শনাক্ত হওয়ার পর শুক্রবার এই ঘোষণা দিলো সংস্থাটি। সংস্থার প্রধান তেদ্রোস গেব্রিয়েসাস। তিনি বলেন, “আমরা এ বিপদকে খাটো করে দেখতে রাজি নই। এ কারণেই বলছি, এ ভাইরাসের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই বেশি। রয়টার্স।
ঝুঁকির মুখে
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার ইদলিব ও আলেপ্পো প্রদেশের বর্ধিত সংঘাতের কারণে গৃহহীন ৯,৪৮০০০ জনগণ আজ ভাইরাসের ঝুঁকিতে পড়তে পারেন। পরিস্থিতি তীব্রতর হওয়ায় জনগণ ছোট ছোট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তীব্র শীতের মধ্যে গাছের নীচে, খোলা জায়গায় বা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নীচে আশ্রয় নিয়েছেন।
নতুন ভোটার
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ২০২০ সালের চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই তাতে দেখা যাচ্ছে, এ বছর রেকর্ড প্রায় ২১ লাখ নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, সেই নতুন ভোটারের নাম ওঠার ক্ষেত্রে বৃদ্ধির হার হল ৩.০৮ শতাংশ। এর আগে কখনো এই বৃদ্ধির হার ৩ শতাংশে পৌঁছায়নি। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।