রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাঙ্গলকোট পৌরসভার অবহেলিত নাঙ্গলকোট উত্তর পাড়া (রামপুকুরিয়া) গ্রামে অবকাঠামো উন্নয়নের দাবিতে গত বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রাস্তা-ঘাট, মসজিদ-মাদরাসার উন্নয়ন, ড্রেন, গার্ডওয়াল, কালভার্ট নির্মাণ ও রাস্তায় এলইডি লাইট স্থাপনের দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে এলাকাবাসী স্থানীয় মসজিদ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাস্টার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা জাকের হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, সমাজ সেবক মো. সেলিম, মো. আনা মিয়া, হাছানুজ্জামান, শফিকুর রহমান, আব্দুর রব প্রমুখ। বক্তারা বলেন, আমাদের গ্রামের নামে এই উপজেলা, কিন্তু আমাদের গ্রামটি অবহেলিত। এ যেন বাতির নিচে অন্ধকার। আমাদের গ্রামের রাস্তাগুলোর বেহাল দশা বিরাজ করছে। রাস্তাগুলোর বিভিন্নস্থানে খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় লাইট না থাকায় সন্ধ্যা হলেই ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।