Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ কর্মী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

নেছারাবাদ উপজেলা আ.লীগ কর্মী ও ইন্দেরহাটের ওষুধ ব্যবসায়ী মামুন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নাগরিক কমিটি ও সর্বস্তরের জনগনের ব্যানারে ওই কর্মসূচি হয়।
উপজেলার ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দ্রæত বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম প্রমুখ। এদিকে ওই হত্যার ঘটনায় সন্দিগ্ধ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সোহাগদল গ্রামের মোশারফ হোসেনের ছেলে উপজেলা ইউআরসি দফতরের ডাটা এন্ট্রি অপারেটর মো. মোস্তাফিজুর রহমার রিপন ও একই গ্রামের মো. ফজলুল হকের ছেলে আহসানুল হক আশা। নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, বুধবার রাতে সন্দেহভাজন ওই ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে এবং একই সাথে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ