Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে সহিংসতায় সিলেটে মিছিল -সমাবেশ ছাত্র জমিয়তের

মুজিব বর্ষে মোদিকে বয়কদের আহ্বান বামজোটের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২১ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২০

ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএর’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখা।এছাড়্ওা

বর্বর সাম্প্রদায়িক হামলা ও ধর্মীয় সহিংসতার প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুজিব বর্ষে বাংলাদেশে নরেন্দ্র মোদীকে বয়কট করার ঘোষণা দেন বক্তারা। বৃহস্পতিবার (২৭ ফেব্র“য়ারি) বাদ আছর বন্দরবাজার দলীয় অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষুব্ধ ছাত্র জমিয়তের নেতাকর্মী ও মুসল্লিরা আবু জাহেলের উত্তরসূরী সন্ত্রাসী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে তার দুগালে জুতা নিক্ষেপ করেন। জেলা ছাত্র জমিয়তের সভাপতি মো. ফরহাদ আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় সমাবেশে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চা বিক্রেতা মোদি প্রধানমন্ত্রী হওয়ার কোন যোগ্যতা রাখে না। তবুও স্বৈরতান্ত্রিক ভাবে ভারতের প্রধানমন্ত্রী হয়ে নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে মারছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ৪০০ কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। বক্তারা বলেন, আমরা শুনতে পাচ্ছি, অসাম্প্রদায়িক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কসাই ও সন্ত্রাসী মোদিকে অতিথি করা হয়েছে। মোদি এদেশের মাটিতে পা রাখতে রক্তের বন্যা বয়ে যাবে। প্রয়োজনে এদেশের মাটিতে আবারও বদরের যুদ্ধ হবে। কোন অবস্থাতেই মোদিকে পবিত্র বাংলার মাটিতে ঢুকতে দেওয়া হবে না। মিছিল সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম ক্বাসেমী, জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, অর্থ সম্পাদক মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা সদরুল আমিন, মাওলানা কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান, মো. রুহুল আমিন নগরী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলার সহ সভাপতি হাফিজ ফয়েজ উদ্দিন, যুগ্ম সম্পাদক এহিয়া হামিদী, মাহদি হাসান মিনহাজ, মাওলানা কাওছার আহমদ, নুমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, মাসরুর আহমদ, আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা হুসাইন আহমদ, আব্দুল হাই আল হাদী, কবি মীম সুফিয়ান, মিসবাহ উদ্দিন রুকন, আব্দুল মজিদ আল হুসাইন, কামরুল ইসলাম প্রমুখ । এদিকে, বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট সিলেট সিটি পয়েন্টে বাম গনতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক, সিপিবি সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক খায়রুল হাছানের সভাপতিত্বে ও বাসদ( মার্কসবাদী) সিলেটে জেলার সদস্য রেজাউর রহমান রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ ( মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, ইউনাইটেড কমিউনিস্ট লীগ সিলেটের সংগঠক এম.এ হাসিব। এসময় বক্তারা বলেন, ভারতে এনআরসি ও সিএএ কে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। দিল্লিতে আন্দলনকারীদের উপর হামলা ও হত্যা তার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ভারত-যুক্তরাষ্ট্র সামরিক চুক্তিকে আড়াল করতে ও ভোটের রাজনীতিতে টিকে থাকতে এই হামলা ও ঘৃণা ছড়ানো হচ্ছে। বক্তারা ভারতের অসাম্প্রদায়িক চরিত্রকে হরণকারী বর্তমান ক্ষমতাসীন দল বি.জে.পি. এর সমালোচনা করেন এবং অবিলম্বে ভারতে এই সাম্প্রদায়িকতা বন্ধে আহবান জানান। এছাড়া বক্তারা দিল্লির হামলাকে কেন্দ্র করে বাংলাদেশে কোন সাম্প্রদায়িক হামলার ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকার এবং জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। এসময় আরো উপস্থিতি ছিলেন, বাসদ ( মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্রফ্রন্ট নগর কমিটির সভাপতি সঞ্জয় কান্ত দাস,ছাত্র ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্রফ্রন্ট মহানগরের সভাপতি সঞ্জয় শর্মাসহ প্রমুখ।



 

Show all comments
  • Nannu chowhan ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৬:০৩ এএম says : 0
    Jahai houk apnara je varote mosolman hotta,moshjid o mosolmander dokan pat ghor bari gari dhongsho korese eai bjp shontrshira tar birodhe apnara je bikkhop misil koresen ta proshongshonio,othocho amader shorkar o onnanno shongsta o dhormio pritinidhider kono pritibad chokhe poreni iha khouboi dukkhojonok..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ