বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় মা বানেরা খাতুন ওরফে বানুকে হত্যার দায়ে ছেলে জুয়েল রানাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা ওরফে জুয়েল সরদার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের ছেলে।আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর দুপুরে মা বানেরা খাতুনের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন জুয়েল। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন জুয়েল। এ ঘটনায় নিহতের স্বামী মো. আজিজুল সরদার দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে একই বছরের ১৯ জুন অভিযোগ গঠনপূর্বক শুনানি ও বিচারকাজ শুরু করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনা আদালতকে নাড়া দিয়েছে। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে জুয়েল রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।