মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি যেন তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে দেন সেটা চায় যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণ নিয়ে তার প্রতিদ্ব›দ্বীর সঙ্গে দ্ব›দ্ব দেখা দিলে যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ভন্ডুল হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। হোয়াইট হাউজের দুটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত বছর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় গত সপ্তাহে। এতে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গণিকেই বিজয়ী হিসেবে দেখানো হয়। কিন্তু তার প্রতিদ্ব›দ্বী প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ নিজেকে বিজয়ী ঘোষণা করেন এবং তিনিও আলাদাভাবে ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছেন। এই পরস্পরবিরোধী দাবির কোনটিকেই ওয়াশিংটন স্বীকৃতি দেয়নি। কিন্তু এই বিরোধ যুক্তরাষ্ট্রের শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি তৈরি হয়েছে। শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে গত শনিবার থেকে সাত ‘সহিংসতা হ্রাস’ কর্মসূচি পালন করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে এর মেয়াদ শেষ হলে ২৯ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জের ধরে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি সই হওয়ার পরপরই আন্ত:আফগান আলোচনা শুরু হবে এবং দেশটি কয়েক দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে একটি রাজনৈতিক নিষ্পত্তির পথে এগিয়ে যেতে পারবে। কিন্তু তালেবানের সঙ্গে সংলাপে আফগান প্রতিনিধি দল ঠিক করার কাজটিকে জটিল করে তুলেছে গণি-আব্দুল্লাহ বিরোধ। এই প্রক্রিয়ায় এরই মধ্যে অনেক বিলম্ব হয়েছে এবং এতে বিরোধও কম হয়নি। বিষয়টি অবগত একটি স‚ত্র জানায় যে গত এক সপ্তাহ ধরে কাবুলে অবস্থান করছেন বিশেষ মার্কিন দ‚ত জালমে খালিলজাদ। তিনি চান যেন গণি তার ক্ষমতা গ্রহণ অনুষ্ঠান বিলম্বিত করেন। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউজের কাছে জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি। সাবেক এক সিনিয়র আফগান কর্মকর্তা জানান, খালিলজাদ প্রেসিডেন্ট গণিকে অনুষ্ঠান স্থগিত করার জন্য চাপ দিচ্ছেন। তিনি একইভাবে আব্দুল্লাহকেও রাজি করানোর চেষ্টা করছেন যেন শান্তি প্রক্রিয়া নস্যাৎ না হয়। সূত্র জানায় যে তালেবানের সঙ্গে আলোচনার জন্য একটি অন্তর্ভুক্তমূলক প্রতিনিধিদল বাছাই করার কথা থাকলেও গণি-আব্দুল্লাহ বিরোধের ধকল আলোচনা প্রক্রিয়াকেও সইতে হইতে পারে। রয়টার্স, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।