Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ কুয়েতের স্বাধীনতা দিবস

মোহাম্মদ আবদুল অদুদ | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ৭:১৬ পিএম

উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ২৬ ফেব্রুয়ারি ২৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে কুয়েত।

ব্রিটিশদের কাছ থেকে ১৯৬১ সালে মুক্ত হওয়ার পরদিন ২৫ ফেব্রুয়ারী জাতীয় দিবস এবং ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি ইরাকি আগ্রাসন থেকে মুক্ত হওয়ার কারণে দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছে কুয়েত। এরপর থেকে প্রতি বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নানা আয়োজনের মাধ্যমে যথাক্রমে জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে দেশটি।

দিবসটি উপলক্ষে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়িসহ সব জায়গা লাল-সবুজ-সাদা ও কালো জাতীয় পতাকার রঙে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। কুয়েতের বিভিন্ন অঞ্চলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেলা, বিভিন্ন নাচ,গান, অভিনয়, সার্কাস, যাদুসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের।

জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে কুয়েত সাজে নতুন রূপে। নারী, পুরুষ, বৃদ্ধা ছেলে মেয়ে সবাই জাতীয় পতাকার রঙে পোশাক পরিধান করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ