Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ৪:০৯ পিএম

মীরসরাই উপজেলায় ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের হাজ্বী এবাদল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে চুরির ঘটনা ঘটে।এই ঘটনায় নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইয়াছমিন আক্তার জানান, চোর দল শিক্ষক কক্ষের তালা ভেঙ্গে নগর ৬ হাজার টাকা সহ মূল্যবান জিনিস পত্র নিয়ে যায় এবং বিভিন্ন মূল্যবান কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যায়। এছাড়া গত কয়েকদিনে ঐ এলাকায় আবুল কাশেম ও টিপন এর বাড়িতে চুরির ঘটনা ঘটে। উক্ত চুরির ঘটনায় ও মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণলংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবা বাসী এই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

এই ব্যাপারে মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, চুরির ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ