Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিক নির্বাচন নিয়ে তামাশা করবেন না : পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সরকারের কোন দূরভিসন্ধি সহ্য করা হবে না। তিনি বলেন, চকিস নির্বাচনের নামে কোনো তামাশা করবেন না। পীর সাহেব বলেন, জনগণের ভোটাধিকার হরণ করার আর সুযোগ দেয়া হবে না।
পীর সাহেব বলেন, বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। নির্বাচনের নামে জনগণের সাথে চরম উপহাস করা হচ্ছে। পীর সাহেব বলেন, সরকার জনগণকে ঘুমে রেখে আরপিও সংশোধনের প্রস্তাব আইনে পরিণত করার চেষ্টা করছে। এমনটি হলে নির্বাচনে অসৎ ব্যক্তিবর্গ, ঋণ খেলাপি অবৈধভাবে সম্পদ আহরণকারী ব্যক্তিদের প্রভাব ও দৌরাত্ম্য আরও বৃদ্ধি পাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ