Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে বাকাসসের দুই দফা দাবিতে দ্বিতীয় ধাপে পুর্নদিবস কর্মবিরতি পালন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৪:০১ পিএম

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ১৩ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ করে সচিবালয়ের ন্যায় পদবি করার নিয়মে কার্যক্রম গ্রহনের দাবিতে ২য় দফায় তিনদিন পুর্ন দিবস কর্মবিরতি পালন করছে সংশ্লিষ্ট কর্মচারিরা।
মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা হতে দুপুর ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সমিতি (বাকাসস) জেলা শাখার সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোতালেব সিদ্দিকী, সংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন. সদস্য মো. শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদস্য শাহানাজ পারভীন, নাসরিনসহ কালেক্টরেট কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, প্রথম ধাপে ২০ ও ২১ জানুয়ারি দুই ঘন্টা, ২২ ও ২৩ জানুয়ারি তিনঘন্টা এবং ২৭ ও ২৮ জানুয়ারি চারঘন্টা কর্মবিরতি পালন করেছে বাকাসস। দীর্ঘ কয়েক বার আন্দোলন করেও দাবি আদায় না হওয়ায় দ্বিতীয় পুর্ন দিবস কর্মবিরতিতে আন্দোলনে নামে সংশ্লিষ্ট কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ