পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাইমুল আবরার মৃত্যুর ঘটনায় করা মামলায় হাজিরা দিয়েছেন ‘প্রথম আলো’ সম্পাদক মতিউর রহমান।
গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তিনি হাজিরা দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ৯ মার্চ।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া চার সপ্তাহের আগাম জামিন শেষে জামিনের আবেদন করেন মতিউর রহমান। শুনানি শেষে ঢাকার ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম ২ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।
মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কর্মকার জানান, গত ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ কিশোর আলো’ আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার।
এ ঘটনায় মামলা করেন শিক্ষার্থীর বাবা। এ মামলায় প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে মতিউর রহমানসহ অন্যরা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। মেয়াদ শেষে পরে মহানগর হাকিম আদালত থেকে আবারও জামিন নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।