রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মৌলভীবাজার পৌর কাউন্সিলর ও যুক্তরাজ্য প্রবাসী মো. মাসুদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পৌর কাউন্সিলরসহ সর্বস্তরের মানুষ। গতকাল রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শাহিন রহমান, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, ইউপি সদস্য শহিদ আহমদ ও শাহিন আহমদ, জেলা অটো-টেম্পু সিএনজি সেক্রেটারী সেলিম আহমেদ, আক্কাছ আহমেদ, সমাজসেবী শেখ রকিব আলী, তুহিন আহমদ ও জাকির হোসেন।
বক্তারা বলেন, অভিলম্বে কাউন্সিলর মাসুদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের লোকেরা অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।