Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মৌলভীবাজার পৌর কাউন্সিলর ও যুক্তরাজ্য প্রবাসী মো. মাসুদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পৌর কাউন্সিলরসহ সর্বস্তরের মানুষ। গতকাল রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শাহিন রহমান, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, ইউপি সদস্য শহিদ আহমদ ও শাহিন আহমদ, জেলা অটো-টেম্পু সিএনজি সেক্রেটারী সেলিম আহমেদ, আক্কাছ আহমেদ, সমাজসেবী শেখ রকিব আলী, তুহিন আহমদ ও জাকির হোসেন।
বক্তারা বলেন, অভিলম্বে কাউন্সিলর মাসুদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের লোকেরা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ