মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে (সিএএ) দিল্লির উত্তরপূর্বাঞ্চলীয় জাফরাবাদের মেট্রো স্টেশনের কাছে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ করছেন দেড় হাজার নারী। তারা ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের ভারত বন্ধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে শ্লোগানও দিচ্ছেন। খবরে বলা হয়, শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে অবরোধে বসেছেন প্রায় সহস্রাধিক মহিলা। তাঁদের জাতীয় পতাকা দুলিয়ে ‘আজাদি’ স্লােগান দিতে দেখা গিয়েছে। সংবাদ মাধ্যম জানায়, উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে এক গুরুত্বপূর্ণ রাস্তা শনিবার রাত থেকে অবরোধ করে রেখেছেন শতাধিক মহিলা প্রতিবাদী। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এই অবরোধ বলে জানিয়েছে দিল্লি পুলিশ। রবিবার সকাল থেকে সেই রাস্তা অবরোধমুক্ত করার প্রয়াসও চালানো হচ্ছে বলে জানাচ্ছে পুলিশ। এই মহিলা প্রতিবাদীরা সমর্থন করছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের ভারত বন্ধকেও। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট এমাসের গোড়ায় জানিয়েছিল, সরকারি চাকরির জন্য কোটা ও সংরক্ষণ কোনও মৌলকি অধিকার নয়। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বন্ধের আহবান করেছে ভীম আর্মি। শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে অবরোধে বসেছেন প্রায় ১৫০০ মহিলা। তাঁদের জাতীয় পতাকা দুলিয়ে ‘আজাদি’ স্লােগান দিতে দেখা গিয়েছে। এক প্রতিবাদী স্পষ্ট জানাচ্ছেন, ‘‘আমরা সিএএ, এনআরসি থেকে স্বাধীনতা চাই।’’ প্রতিবাদের কারণে মেট্রো স্টেশনটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। রবিবার সকালে সিনিয়র পুলিশ আধিকারিক বেদপ্রকাশ স‚র্য জানাচ্ছেন, রাস্তা খোলার ব্যাপারে পুলিশকর্মীরা আলোচনা করছেন প্রতিবাদীদের সঙ্গে। তিনি বলেন, ‘‘আমরা প্রতিবাদীদের সঙ্গে কথা বলে যাচ্ছি। এভাবে ওঁরা কোনও গুরুত্বপূর্ণ রাস্তা আটকে রাখতে পারেন না। আমরা আধাসেনা বাহিনীকেও ডেকেছি।’’এই অবরোধ শাহিনবাগের পরে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজধানীতে হওয়া সমে্প্রতিকতম অবরোধ। প্রসঙ্গত, ৭০ দিন অবরোধ চলার পর শনিবার খুলে দেওয়া হয় শাহিনবাগের রাস্তা। গত ডিসেম্বরে শয়ে শয়ে প্রতিবাদী প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে অবরোধ শুরু করেন। শনিবার রাতের অবরোধে প্রতিবাদীদের হাতে নীল ব্যান্ড লাগিয়ে জাফরাবাদ মেট্রো স্টেশনে ‘জয় স্লােগোন ও দিতে দেখা যায়। গত ৯ ফেব্রুয়ারি শীর্ষ আদালত জানিয়েছিল, সরকারি চাকরির জন্য কোটা ও সংরক্ষণ কোনও মৌলকি অধিকার নয়। এর প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে ভীম আর্মির। সংশোধিত নাগরিকত্ব আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিক দেশের ধর্মনিরপেক্ষ ভাবমর্যাদার পরিপন্থী। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।