মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ তার ঘোষিত বিকল্প সরকার গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেদেশের একটি প্রদেশের গভর্নর নিয়োগ দিয়েছেন। গত মঙ্গলবার আফগানিস্তানের নির্বাচন কমিশন গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনিকে পুনর্নির্বাচিত ঘোষণা করে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল্লাহ ওই ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি নিজেকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করে আফগানিস্তানে বিকল্প সরকার গঠনের ঘোষণা দেন। সে ঘোষণার অংশ হিসেবে তিনি ‘সারপোল’ প্রদেশের প্রাদেশিক পরিষদের বর্তমান প্রধান মোহাম্মাদ নুর রহমানিকে ওই প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের খবর প্রচারিত হওয়ার পরপরই আব্দুল্লাহ আব্দুল্লাহর শত শত সমর্থক প্রাদেশিক গভর্নরের দপ্তরের সামনে সমবেত হয়ে রহমানির সমর্থনে মিছিল করেছেন। শনিবার আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ সেদেশের জুযজান ও পাঞ্জশির প্রদেশের গভর্নর নিয়োগ দেবেন বলে কথা রয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি এখনো এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি। গত মঙ্গলবার আফগানিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা করে প্রেসিডেন্ট গনি ৫০.৬৪ ভাগ ভোট পেয়ে পুনর্র্নিবাচিত হয়েছেন এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ গত বছরের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করেছেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।