Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে ২ জনের সাজা

হিলি বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দিনাজপুরের হিলিতে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে এক নারী ও যুবককে বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নিবার্হী অফিসার ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম শুক্রবার সন্ধ্যায় হাকিমপুর থানা পুলিশ আটককৃত ২ জনকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি মধ্য বাসুদেবপুর গ্রামের আরমানের স্ত্রী বেগম (৩৫)’কে গাঁজা বিক্রির অপরাধে ২ মাস বিনাশ্রম সাজা ও ১শ’ টাকা জরিমানা এবং বেগমের বাড়িতে গাঁজা সেবনের সময় আটক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের ইসরাফিলের ছেলে আখেরুল ইসলাম (৩০)’কে ১ মাসের বিনাশ্রম সাজা ও ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, বেগম তার বাড়িতে গাঁজা বিক্রির পাশাপাশি গাঁজা সেবনের আসর বসিয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাজা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ