রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপঁচা গ্রামে খেলার মাঠ রক্ষার দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিশু, কিশোরসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
স্থানীয়রা জানান, ১৯৯৭-৯৮ সালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকায় খাস জমি বরাদ্ধ দেয়ার সময় এলাকাবাসীর দাবিতে তৎকালীন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার একটি খেলার মাঠ ও একটি কবরস্থান বরাদ্ধ দেয়। কিন্ত একটি স্বার্থানে¦শী মহল এই মাঠে আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দাবি আশ্রয়ন প্রকল্প নয়। এখানে খেলার মাঠই থাকবে।
মানববন্ধনে অংশগ্রহনকারী একাধিক শিশু কিশোরেরা জানান, পড়া লেখার পাশাপাশি তারা এ মাঠে দীর্ঘদিন ধরে খেলাধুলা করে আসছে। এখানে নতুন করে আশ্রয়ণ কেন্দ্র স্থাপন করা হলে দেবগ্রাম এলাকায় আর কোনো খেলার মাঠ থাকবে না ফলে অত্র এলাকার শিশু কিশোরেরা খেলাধুলায় পিছিয়ে পড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।