Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

৪০ মিনিটের জন্যে 

ইনকিলাব ডেস্ক : মাত্র ৪০ মিনিটের জন্যে খুলে দেওয়া হয় নয়ডা-ফরিদাবাদ রোডের সংযোগকারী রাস্তাটি। দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভের জেরে গত ৬৯ দিন ধরে বন্ধ ছিল রাস্তাটি। শুক্রবার সকলের জন্যে খুলে দেওয়া হয় ওই রাস্তা। এর আগে নয়ডা-ফরিদাবাদ রোডের সংযোগস্থল আটকে অবস্থান বিক্ষোভ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এনডিটিভি।


প্রাক্তন স্ত্রী হত্যায়
ইনকিলাব ডেস্ক : প্রাক্তন স্ত্রীকে হত্যায় অভিযুক্ত হতে যাচ্ছেন আফ্রিকার দেশ লেসোথোর প্রধানমন্ত্রী থমাস থাবানে। বৃহস্পতিবার দেশটির ডেপুটি পুলিশ কমিশনার জানান, ওই হত্যা মামলায় অভিযুক্ত হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।তবে এখনও পুলিশি অভিযোগ হাতে না পাওয়ার দাবি করে এনিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র। রয়টার্স।

 

ট্রাম্প সহযোগীর ন্ডি
ইনকিলাব ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তে কংগ্রেসকে মিথ্যা বলা, তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও সাক্ষ্য জালিয়াতির দায়ে ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা ও সহযোগী রজার স্টোনকে (৬৭) ৪০ মাসের কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়। বিবিসি।


বেলুচিস্তানে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে একটি তল্লাশি চৌকিতে পাঁচ নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এ হামলায় আরও তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে ৩ জঙ্গি নিহত হয়। বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের তুরবাত এলাকায় এ ঘটনা ঘটে। এক্সপ্রেস ট্রিবিউন।


অস্ট্রেলিয়ায় নিহত ২
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সিডনিগামী দেশটির একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ট্রেনটি ওয়ালান শহরের কাছে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দুজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এএফপি।


কম্বোডিয়ায় নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : নারীদের ছোট বা অশালীন কাপড় পরে ফেসবুকে ছবি বা ভিডিও পোস্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কম্বোডিয়া। দেশটির প্রধানমন্ত্রী এক ঘোষণায় এই নিষেধাজ্ঞা জারি করেন। ন্যাশনাল কাউন্সিল ফর উইমেনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে মেয়েদের ছোট কাপড় পরা ছবি বা ভিডিওগুলোর উপর তদারকি করে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ