প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গায়ক জাস্টিন বিবারের ধারণা তিনি টম ক্রুজকে একটি পূর্নাঙ্গ এমএমএ (মিক্সড মার্শাল আটস) বাউটে হারাতে পারবেন। ২৫ বছর বয়সী এই গায়ক গত বছর এক টুইটে ক্রুজকে এমএমএ ম্যাচে চ্যালেঞ্জ করেছিলেন, তবে তা আর ঘটেনি। ২০১৯-এর এই টুইটে তিনি লিখেছিলেন : “আমি অক্টাগনে টম ক্রুজকে ম্যাচে চ্যালেঞ্জ করতে চাই। টম, আপনি যদি এই চ্যালেঞ্জ গ্রহণ না করেন তার মানে আপনি ভীত, আর এই গ্লানি আপনাকে বয়ে বেড়াতে হবে। কে এই ফাইট আয়োজন করতে আগ্রহী?” তবে পরে সংবাদ সংস্থার কাছে তিনি স্বীকার করেন। এমন মারপিট হলে তিনি তুলোধুনো হয়ে যাবেন। সম্প্রতি কারপুল ক্যারিয়োকে টক শোতে তিনি আবার বলেছেন ‘মিশন: ইম্পসিবল’ তারকা ক্রুজের সঙ্গে মারপিটে তিনি নিজেই জয়ী হবেন। অনুষ্ঠানের সঞ্চালক জেমস করডেন তার সঙ্গে দ্বিমত প্রকাশ করলে বিবার আরেকবার বলেন ক্রুজ (৫৭) তাকে কোনোভাবেই হারাতে পারবেন না। বিবার বলেন : “ফিল্মে যেমন দেখা যায় তিনি তেমন মানুষ নন। অসাধারণ শারীরিক ক্ষমতা দেখান মানে নয় যে তিনি মারপিটে ভাল।” করডেন আরেকবার বলেন ক্রুজই জিতবেন। এই সময় বিবার বলেন : “আপনি তার চরিত্রে সম্মোহিত, আমি বলছি আমি বিপজ্জনক। আমার দ্রুততা অতুলনীয়। পাগলামির মত।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।