নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আজ থেকে শুরু হচ্ছে সবচাইতে বড় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। একটি ট্রফির জন্য অস্ট্রেলিয়ার ৭টি শহরে ১৬টি দল ২৫ দিনে খেলবে ৪৫টি ম্যাচ। কে হচ্ছে ক্ষুদ্র সংস্করণের ক্রিকেটের বিশ্বসেরা। তবে তার আগে মেলবোর্নের রিজেন্ট থিয়েটার প্লাজার বলরুমে ১৬ অধিনায়ককে নিয়ে গতকাল হয়ে গেল ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’। সেই আলো ঝলমলে আয়োজনে আরো আলোকিত করলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের দিকে নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ খেলার প্রসঙ্গ টেনে সঞ্চালকের নিজেরই প্রশ্ন ছিল, ‘বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে কোন ধরনের ক্রিকেট আশা করতে পারি আমরা?’ উত্তরে সাকিব দিলেন রসবোধের পরিচয়, জানালেন তিনিসহ দলের সবারই যে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টির অভিজ্ঞতা হবে এবার, ‘আমি মনে করি আমাদের দলটা খুব রোমাঞ্চিত। আমাদের অনেক নতুন খেলোয়াড় আছে। এটি তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমাদের সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবো, আমিসহ (হাসি)। তো এটি নতুন অভিজ্ঞতা!’ সাকিবের কথা শুনে সঞ্চালক কিছুটা অবাক হয়ে মন্তব্য করেন, ‘আমি তো বুঝতেই পারিনি অস্ট্রেলিয়ায় এটি তোমার প্রথম টি-টোয়েন্টি!’ উত্তরে সাকিবও দিলেন রসবোধের পরিচয়, ‘হ্যাঁ। আর আমি ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি!’
সাকিবের এই কথাতেই যেন লুকিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দৈণ্যতা। করোনা মহামারীর কারণে এই সংস্করণের আরেকটি বিশ্ব আসর হয়েছে গত অক্টোবরেই। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সেই আসরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। এরপর এশিয়া কাপ থেকেও ফিরতে হয়েছে খালি হাতে। মাঝে অবসরে গেছেন পঞ্চপাণ্ডবের তিন সদস্য তামিম ইকবাল, মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিম। টিকে তাকা সাকিবের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ নিয়ে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের শেষটিতে কেবল হয়েছে একটু লড়াই। এবার আরো বড় মিশন, বড় দেশ। বিশ্বকাপের বড় মঞ্চে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামবে নবীন এক লাল-সবুজের বাংলাদেশ। সাকিবের মনের ভাব পড়তে পেরেই কি-না এ অভিযানে প্রতিকূল কন্ডিশন ও শক্ত প্রতিপক্ষের বাইরে ভেন্যুগুলোও বাড়তি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলে মনে করেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
মূল আসর শুরুর আগে ব্রিজবেনে আগামীকাল আফগানিস্তান ও পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের পাঁচ ম্যাচের দুটি হবে অ্যাডিলেইডে। বাকি তিনটি হোবার্ট, সিডনি ও ব্রিজবেনে। এসব ভিন্ন ভিন্ন মাঠে ভিন্নরকম চ্যালেঞ্জের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার মধ্যেও সফলতা নির্ভর করবে বলে মনে করেন শ্রীরাম। বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। অস্ট্রেলিয়ার মাঠের আকার বড় হওয়ায় তা বোলারদের বাড়তি সুবিধা দেবে বলে আশা গত বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফে থাকা শ্রীরামের, ‘মাঠগুলো বড়, বোলারদের ভুল করার সম্ভাবনা কম থাকবে। ব্রিজবেনে মাঠের বাউন্ডারি চারকোনা, সিডনি অনেক বড় মাঠ, অ্যাডিলেইডের সামনের বাউন্ডারি অনেক বড়। তাই আমাদের কন্ডিশনের পাশাপাশি মাঠের সীমানার সঙ্গেও দ্রুত মানিয়ে নিতে হবে। তবে মাঠের আকার বোলারদের একটু হলেও স্বস্তি দেবে।’
আইসিসি ইভেন্ট হওয়ায় টুর্নামেন্টের উইকেট নিয়ে দুশ্চিন্তা নেই শ্রীরামের, ‘যেহেতু বিশ্বকাপ, তাই আমি আশা করছি উইকেট খুবই ভালো হবে। বিশেষ করে ব্যাটিংয়ের জন্য। আশা করছি, ছেলেরা দ্রুত তার সঙ্গে মানিয়ে নেবে।’
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে খেলা ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। এর মাঝেই অনেক ইতিবাচকতা ছিল বলে জানালেন শ্রীরাম। তার মতে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চেয়ে নিউজিল্যান্ড কম রান করায় তা দলে আত্মবিশ্বাস জোগাবে, ‘ছেলেদের মাঝে আত্মবিশ্বাস এসেছে। আমরা যেভাবে ব্যাটিং করেছি... বাকি দুই দলও কিন্তু (মুখোমুখি লড়াইয়ে) সমান রানই করেছে। এমনকি আমরা পাকিস্তানের বিপক্ষে বেশি রান করেছি, যেটা নিউজিল্যান্ড ফাইনালে করতে পারেনি। এখান থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পাচ্ছি। আমরা আমাদের সেরাটা দিতে চাই। সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চাই। আমরা চাইছি ছেলেদের মধ্যে এই আত্মবিশ্বাসটা আসুক যে নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। প্রস্তুতিটাই আসল এখানে। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি।’
বিশ্বকাপের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে অনেক। আরব আমিরাত সফর ও ত্রিদেশীয় সিরিজে দেখে নেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন কম্বিনেশন। পারফরম্যান্স বিবেচনায় একদম শেষ মুহূর্তে স্কোয়াডে আনা হয়েছে জোড়া পরিবর্তন। সবকিছুর পর এখন একটা পরিষ্কার ধারণা মিলেছে বলে দাবি শ্রীরামের, ‘আমাদের ধারণা পরিষ্কার। আমরা জানি আমাদের সেরা দলটা কেমন। সেরা দল মানে একটা দল নয়, প্রতিপক্ষ দেখে সেরা দলেও পরিবর্তন আসে। কিন্তু মানসিকভাবে খুব পরিষ্কার ধারণা নিয়ে এখানে এসেছি। আমরা আমাদের খেলোয়াড়দের সম্পর্কে খুব ভালোভাবে জেনেছি। কাকে কোন ভুমিকা দিতে হবে তা জানা আছে। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের কম্বিনেশন কেমন হবে, তা জানি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ
এক নজরে
আসর : অষ্টম
স্বাগতিক : অস্ট্রেলিয়া
ম্যাচ ভেন্যু : ৭টি
মোট দল : ১৬টি
মোট ম্যাচ : ৪৫টি
সময়কাল : ২৫ দিন
সর্বাধিক ম্যাচ
৩৫ তিলকারত্নে দিলশান, শ্রীলঙ্কা
অধিনায়ক হিসেবে
৩৩ মহেন্দ্র সিং ধোনি, ভারত
দলীয় সর্বোচ্চ
শ্রীলঙ্কা ২৬০/৬, কেনিয়ার বিপক্ষে ২০০৭
সর্বনিম্ন দলীয়
নেদারল্যান্ডস ৩৯, শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪
সর্বাধিক রান
৩১ ম্যাচে ১০১৬
মাহেলা জয়াবধনে (শ্রীলঙ্কা)
সেরা ইনিংস
৫৮ বলে ১২৩ ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
বাংলাদেশের বিপক্ষে ২০১২
বড় জয়
শ্রীলঙ্কা ১৭২ রানে, কেনিয়ার বিপক্ষে ২০০৭
সর্বাধিক ফিফটি
২১ ম্যাচে ১০টি, বিরাট কোহলি (ভারত)
সর্বাধিক সেঞ্চুরি
৫৭ ম্যাচে ২টি, ক্রিস গেইল (উইন্ডিজ)
আসরে সর্বাধিক রান
৬ ম্যাচে ৩১৯ বিরাট কোহলি, ২০১৪
সেরা জুটি
১৬৬ জয়াবর্র্ধনে-সাঙ্গাকারা (২য় উই.)
প্রতিপক্ষ উইন্ডিজ, ২০১০
সর্বাধিক উইকেট
৩১ ম্যাচে ৪১টি, সাকিব আল হাসান (বাংলাদেশ)
সেরা বোলিং
৪-২-৮-৬, অজন্থা মেন্ডিস (শ্রীলঙ্কা)
জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১২ সালে
সর্বাধিক ৪ উইকেট
আজমল ও সাকিব, ৩ বার করে
আসরে সর্বাধিক উইকেট
৮ ম্যাচে ১৬টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
সর্বাধিক ক্যাচ
৩০ ম্যাচে ২৩টি, এবি ডি ভিলিয়ার্স (দ.আফ্রিকা)
সর্বাধিক ডিসমিসাল
৩৩ ম্যাচে ৩২টি, মহেন্দ্র সিং ধোনি (ভারত)
টি-২০ বিশ্বকাপ ২০২২ সূচি
গ্রুপিং
প্রথম রাউন্ডের ৮ দল
‘এ’ গ্রুপ : শ্রীলঙ্কা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস
‘বি’ গ্রুপ : ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে
সুপার টুয়েলভের ৮ দল
গ্রুপ-১ : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান
গ্রুপ-২ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা
প্রাথমিক পর্ব
‘তারিখ ম্যাচ গ্রুপ সময়* ভেন্যু
১৬ অক্টোবর নামিবিয়া-শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ সকাল ১০টা ভিক্টোরিয়া
১৬ অক্টোবর নেদারল্যান্ডস-ইউএই ‘এ’ গ্রুপ দুপুর ২টা ভিক্টোরিয়া
১৭ অক্টোবর স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ‘বি’ গ্রুপ সকাল ১০টা হোবার্ট
১৭ অক্টোবর আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ‘বি’ গ্রুপ দুপুর ২টা হোবার্ট
১৮ অক্টোবর নামিবিয়া-নেদারল্যান্ডস ‘এ’ গ্রুপ সকাল ১০টা ভিক্টোরিয়া
১৮ অক্টোবর শ্রীলঙ্কা-ইউএই ‘এ’ গ্রুপ দুপুর ২টা ভিক্টোরিয়া
১৯ অক্টোবর আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ‘বি’ গ্রুপ সকাল ১০টা হোবার্ট
১৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ‘বি’ গ্রুপ দুপুর ২টা হোবার্ট
২০ অক্টোবর নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ সকাল ১০টা ভিক্টোরিয়া
২০ অক্টোবর নামিবিয়া-ইউএই ‘এ’ গ্রুপ দুপুর ২টা ভিক্টোরিয়া
২১ অক্টোবর আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ‘বি’ গ্রুপ সকাল ১০টা হোবার্ট
২১ অক্টোবর স্কটল্যান্ড-জিম্বাবুয়ে ‘বি’ গ্রুপ দুপুর ২টা হোবার্ট
সুপার টুয়েলভ
২২ অক্টোবর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড গ্রুপ-১ দুপুর ১টা সিডনি
২২ অক্টোবর আফগানিস্তান-ইংল্যান্ড গ্রুপ-১ বিকাল ৫টা পার্থ
২৩ অক্টোবর ‘এ’ গ্রুপের শীর্ষ দল-‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-১ সকাল ১০টা হোবার্ট
২৩ অক্টোবর ভারত-পাকিস্তান গ্রুপ-২ দুপুর ২টা মেলবোর্ন
২৪ অক্টোবর বাংলাদেশ-‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-২ সকাল ১০টা হোবার্ট
২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা-‘বি’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-২ দুপুর ২টা হোবার্ট
২৫ অক্টোবর অস্ট্রেলিয়া-‘এ’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-১ বিকাল ৫টা পার্থ
২৬ অক্টোবর ইংল্যান্ড-‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-১ সকাল ১০টা মেলবোর্ন
২৬ অক্টোবর নিউজিল্যান্ড-আফগানিস্তান গ্রুপ-১ দুপুর ২টা মেলবোর্ন
২৭ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা গ্রুপ-২ সকাল ৯টা সিডনি
২৭ অক্টোবর ভারত-‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-২ দুপুর ১টা সিডনি
২৭ অক্টোবর পাকিস্তান-‘বি’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-২ বিকাল ৫টা পার্থ
২৮ অক্টোবর আফগানিস্তান-‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-১ সকাল ১০টা মেলবোর্ন
২৮ অক্টোবর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড গ্রুপ-১ দুপুর ২টা মেলবোর্ন
২৯ অক্টোবর নিউজিল্যান্ড-‘এ’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-১ দুপুর ২টা সিডনি
৩০ অক্টোবর বাংলাদেশ-‘বি’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-২ সকাল ৯টা ব্রিজবেন
৩০ অক্টোবর পাকিস্তান-‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-২ দুপুর ১টা পার্থ
৩০ অক্টোবর ভারত-দক্ষিণ আফ্রিকা গ্রুপ-২ বিকাল ৫টা পার্থ
৩১ অক্টোবর অস্ট্রেলিয়া-‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-১ দুপুর ২টা ব্রিজবেন
০১ নভেম্বর আফগানিস্তান-‘এ’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-১ সকাল ১০টা ব্রিজবেন
০১ নভেম্বর নিউজিল্যান্ড-ইংল্যান্ড গ্রুপ-১ দুপুর ২টা ব্রিজবেন
০২ নভেম্বর ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল-‘বি’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-২ সকাল ১০টা অ্যাডিলেইড
০২ নভেম্বর বাংলাদেশ-ভারত গ্রুপ-২ দুপুর ২টা অ্যাডিলেইড
০৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা গ্রুপ-২ দুপুর ২টা সিডনি
০৪ নভেম্বর নিউজিল্যান্ড-‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-১ সকাল ১০টা অ্যাডিলেইড
০৪ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তান গ্রুপ-১ দুপুর ২টা অ্যাডিলেইড
০৫ নভেম্বর ইংল্যান্ড-‘এ’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-১ দুপুর ২টা সিডনি
০৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা-‘এ গ্রুপের দ্বিতীয় সেরা দল গ্রুপ-২ ভোর ৬টা অ্যাডিলেইড
০৬ নভেম্বর বাংলাদেশ-পাকিস্তান গ্রুপ-২ সকাল ১০টা অ্যাডিলেইড
০৬ নভেম্বর ভারত-‘বি’ গ্রুপের শীর্ষ দল গ্রুপ-২ দুপুর ২টা মেলবোর্ন
০৯ নভেম্বর প্রথম সেমি-ফাইনাল দুপুর ২টা সিডনি
১০ নভেম্বর দ্বিতীয় সেমি-ফাইনাল দুপুর ২টা অ্যাডিলেইড
১৩ নভেম্বর ফাইনাল দুপুর ২টা মেলবোর্ন
*সূচি বাংলাদেশ সময় অনুযায়ী
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।