বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমীরে হিযবুল্লাহ ছারছীনার পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, রাসুল প্রেম ঈমানের পূর্বশর্ত। প্রিয় নবী (স.) বলেছেন, ‘যে আমার সুন্নাহ্কে ভালবাসবে সে যেন আমাকে ভালবাসলো। আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে’। সুন্নতকে বাদ দিয়ে কেউ কামিলে মুমিন তথা পরিপূর্ণ বিশ্বাসী হতে পারবে না। সুন্নতের অনুসরণ ছাড়া নবীর শাফায়াত লাভ করা যাবে না এবং আশেকে রাসুল হওয়া যাবে না। খাঁটি উম্মত বলে নিজেকে পরিচয় দেয়াও যাবে না। যারা বলে সুন্নতের আমল ছাড়াই নবীর মহব্বত অর্জন করা যাবে তারা ভুল ব্যাখ্যা দিয়ে সরলমনা মানুষকে ঈমানহারা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদের থেকে আমারদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ছারছীনা দরবার সুন্নতে নববীর ওপর প্রতিষ্ঠিত একটি হক দরবার। সুন্নতের আমল করার কারণেই এ দরবার আজও স্ব-মহীমায় প্রতিষ্ঠিত আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ্। তিনি সকলকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে সুন্নতের আমল করার পাশাপাশি অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করার আহবান জানান।
গতকাল বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে তিন দিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিলের ২য় দিন পীর ছাহেব এসব কথা বলেন। মাহফিলে আলোচনা করেন- মাওলানা রুহুল আমিন সালেহী, মাওলানা মাহমুদুম মনির হামীম, মাওলানা আ.জ.ম অহিদুল আলম, মাওলানা আবদুল গফ্ফার কাসেমী ও মাওলানা আ.জ.ম ওবায়দুল্লাহ্ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।