Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৭ এএম


পালালেন ডিন
ইনকিলাব ডেস্ক : হিন্দু হোস্টেলের এক এবং দুনম্বর ওয়ার্ড খুললেও এখনও খোলেনি তিন, চার এবং পাঁচ নম্বর ওয়ার্ড। অবিলম্বে ওই তিনটি ওয়ার্ড সংস্কারে হাত দিতে হবে- এই দাবিসহ আরও বেশ কয়েকটি দাবিতে ভারতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিনকে ঘেরাও করে রেখেছিলেন আন্দোলনকারী ছাত্ররা। কিন্তু তিনি ছাত্রদের ঘুমের সুযোগে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এনডিটিভি।

নিজেদের গুলিতে
ইনকিলাব ডেস্ক : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ দাবি করেছেন, রাজ্যটিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে কোনও প্রতিবাদকারী নিহত হননি। রাজ্যসভায় বুধবার তিনি আরও বলেছেন, বিক্ষোভকারীরা নিজেদের গুলিতে নিহত হয়েছেন। স্ক্রল।


বিজ্ঞানীর মৃত্যু
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ল্যারি টেসলার ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি বহুল ব্যবহৃত কম্পিউটার কমান্ড ‘কাট, কপি ও পেস্ট’ উদ্ভাবন করেছিলেন। সোমবার তার মৃত্যু হয় বলে বুধবার টুইটারে ঘোষণা দিয়েছে জেরক্স। আল-জাজিরা।


তামিলনাড়ুতে নিহত ১৯
ইনকিলাব ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কোয়েম্বাটুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। এনডিটিভি।


জার্মানিতে নিহত ৯
ইনকিলাব ডেস্ক : জার্মানির হানাউ শহরে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ জানায়, তারা এখনও হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা করছেন। হামলার পর থেকে পালিয়ে আছেন ওই ব্যক্তি। স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এক সীসা বারে এই গোলাগুলির ঘটনা ঘটে। বিবিসি।


১২ সেনা নিহত
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ সোমালিয়ায় দুইটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলায় অন্তত ১২ সেনা নিহত হয়েছে। বুধবার দেশটির দুইটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে হামলা চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী আল শাবাব। আল-জাজিরা।


আজ ইরানে নির্বাচন
ইনকিলাব ডেস্ক : আজ শুক্রবার ইরানে সংসদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের প্রচারের সময়সীমা বৃহস্পতিবার সকাল আটটায় শেষ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৯০ আসনের জন্য সাত হাজারের বেশি প্রার্থী। একই দিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে। ইরনা।

যাত্রী নেই
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে যাত্রী কমে যাওয়ায় এশিয়ামুখী ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা কান্তাস ও এর অঙ্গপ্রতিষ্ঠান জেটস্টার। বৃহস্পতিবার হংকং, সিঙ্গাপুর, জাপানসহ এশিয়ার দেশগুলোতে অন্তত তিন মাসের জন্য কম ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে তারা। রয়টার্স।


পপ স্মোক নিহত
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে র‌্যাপ সঙ্গীতশিল্পী ও গীতিকার বাশার বারাকাহ জ্যাকসনকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি পপ স্মোক নামেই বেশি পরিচিত ছিলেন। লস অ্যাঞ্জেলসের পুলিশ রেডিও ওয়ান নিউজবিটকে জানিয়েছে, বাসায় ডাকাতিকালে একজন তাকে গুলি করে। পরে তাকে মৃত ঘোষণা করা
হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ