ভালোবাসি মাতৃভাষা
‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা...’আমার ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা।জন্মেই মাকে মা বলে
মাহমুদ কামাল
স্বপ্ন থেকে ফিরে এলাম জীবনের কাছে।
গভীর সমুদ্র থেকে মাথা উঁচু করে
ফেরা কি এতই সহজ!
সামান্য পাথরখন্ড অসামান্য হয়ে ওঠে
স্বপ্ন সহবাসে
জেগে ওঠে পাথর উধাও
ছবির ভেতরে ছবি দৌড়ে গিয়ে ফিরে আসে
আড়ালের কাছে
সূত্রগুলো স্থির চিত্র হয়ে
ভেসে ওঠে চোখের জমিনে
স্বপ্নগুলো বিদ্রুপ করে
স্বপ্ন থেকে ফিরে এলাম জীবনের কাছে।
সুমন আমীন
চেতনার আকাশ দ্যুতিময় বটবৃক্ষ
সময়ের পরতে পরতে স্বর্ণাভ মাইলফলক
তোমার পলিমাটি জেগে ওঠে
মারফতি জলজ বাতাস
আদি কবি লুইপা নক্ষত্রের ভাঁজে বসে
বর্ণমালার উলম্ফনে স্বর্গের জলসা কাঁপায়
ধ্রুবতারা শহীদ মিনার
জেগে থাক মহাদেশ মহামিলন
শিমুল ভালোবাসার অর্ঘ্য হোক
শিশুর হাসির ব্যঞ্জনায়।
চলো নত হই
বসন্ত হারানো সবুজ পাখির প্রতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।