Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লোডশেডিং নামিয়াছে

আবদুল হাই শিকদার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গগন আন্ধার করি লোডশেডিং নামিয়াছে
আমাদের মাথার ভিতরে
কিছুই দেখি না আর ভালো
ভালো কিছু সহে না নয়নে
লোডশেডিং নামিয়াছে পায়ে পায়ে আসিতেছে ঘিরে
নয়নের দোষ নাই
তাহার উদ্যোগ সব
অন্ধকারে আছাড়িয়া পড়িছে বৃথাই
কোথাও তো কিছু নাই
কূল ও কিনারা নাই
জনপদ ভাবিবার কোনো পথ নাই
টিউবের শেষ পারে আলোর আভাসটুকু নাই
আন্ধার কণ্ঠার কাছে রাখিয়াছে বিষলক্ষার পা
বাগানের দিন গেছে
অরণ্য আক্রোশে আসি ঘিরিতেছে নীলিমা নগর
বানেসা পরীর দিন গ্রাসিয়াছে ভয়াল বিবর
লোডশেডিং নামিয়াছে
থামিতেছে হৃদয়ের গতি
ফুসফুস ধানক্ষেত প্রতি
ইন্চি ইন্চি করি বাড়িতেছে তাহারই প্রগতি
লোডশেডিং নামিয়াছে আসিয়াছে অন্ধকার কাল
সেই ফাঁকে ঘরে ঘরে ঢুকিয়াছে সাপ
তরাসে পরাণ কাঁপে জানে পানি নাই
দড়ি ও সাপের মধ্যে
আজ আর ফাঁরাকের কোনো চিহ্ন নাই
আলো চাই আলো নাই
আলোর বদলে ঘরময়
দীর্ঘশ্বাসের ধারা বয়
রক্তহিম হিস হিস ঘুরে ফিরে ক্রুর অভিশাপ
গৃহে গৃহে আজ শুধু মহা কালসাপ
ঘরে সাপ বাইরে সাপ
শহর বন্দরময় সাপ
চোখে মুখে শব্দে শব্দে সাপ বিছানায়
সাপের শাসনে কান্দে লক্ষ্নীন্দরের মায়
হায় সাপ কোথায় রাখিব সন্তাপ
কাহাকে ডাকিব আজ ভাই
পূণ্য পাইব কোথা সব বুক ভরা শুধু পাপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন