ভালোবাসি মাতৃভাষা
‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা...’আমার ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা।জন্মেই মাকে মা বলে
এই দিকে নয়, ওই দিকে চোখ রাখো,
শুদ্ধ ছন্দে হয় না এখন ভুল,
আলোয় মুখর, ঠোঁট-মুখে রঙ মাখো,
স্বপ্নে দেখবে ভাসছে পদ্মফুল!
টকটকে লাল গোলাপ হাসছে কত,
নীল ও সবুজ, জ্বলছে কি তার দাহ,
নিসর্গ তার শোনাচ্ছে অবিরত
বিশুদ্ধ গান; নিমগ্ন কী প্রবাহ!
থামাও না আজ অর্থের অপচয়,
ব্যস্ত সবাই অস্থির ডামাডোলে,
স্মৃতিহীন পথ ঝিমুচ্ছে নির্জনে,
শান্তি কোথায়? প্রতিজ্ঞা চাই মনে,
খোলা দরজায় আলোর রশ্মি দোলে,
লক্ষ্য অটল, নিশ্চিত হবে জয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।