মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ২০০৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবার দেশটিতে নতুন করে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
প্রাণঘাতী এই মহামারীর কেন্দ্রস্থল হুবেই প্রদেশেই অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। আর চীনজুড়ে নতুন করে ১৭৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ১৬৯৩ জন হুবেই প্রদেশের। এর ফলে সবমিলিয়ে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জনের দাঁড়িয়েছে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারা বলছে, দায়গু ও পার্শ্ববর্তী উত্তর গিওংস্যাং প্রদেশে এই সংক্রমণের ঘটনা ঘটেছে। যদিও দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে নতুন করে কেউ সংক্রমিত হয়নি। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সরকারি হিসেবে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।