Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস; মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪২ এএম

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ২০০৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবার দেশটিতে নতুন করে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

প্রাণঘাতী এই মহামারীর কেন্দ্রস্থল হুবেই প্রদেশেই অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে। আর চীনজুড়ে নতুন করে ১৭৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ১৬৯৩ জন হুবেই প্রদেশের। এর ফলে সবমিলিয়ে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ১৮৫ জনের দাঁড়িয়েছে।

এছাড়া দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারা বলছে, দায়গু ও পার্শ্ববর্তী উত্তর গিওংস্যাং প্রদেশে এই সংক্রমণের ঘটনা ঘটেছে। যদিও দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে নতুন করে কেউ সংক্রমিত হয়নি। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সরকারি হিসেবে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ