Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেলসিকে ইতিহাস মনে করাল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

প্রিমিয়ার লিগে গতকাল রাতটা খুব যন্ত্রণাদায়ক ছিল চেলসির। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে গেছে তাদের। তবে চেলসিকে ২-০ গোলে হারানোর কৃতিত্ব দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর সঙ্গে প্রিমিয়ার লিগে দুর্লভ এক নজিরই স্থাপন করেছে ম্যানইউ। ১৯৮৭-৮৮ মৌসুমের পর লিগে দুই দেখাতেই বøুজদের হারানোর কৃতিত্ব দেখিয়েছে সুলশারের দল। পয়েন্ট টেবিলের চারে থাকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলকে পুরোনো ইতিহাসটা মনে করিয়েদিল ইউনাইটেড।

ম্যাচটা নানা কাÐে ছিল ভরপুর। ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ার লাথি মেরেছিলেন মিচি মাতশুয়াইকে। এর পরেও লাল কার্ড দেখা থেকে বেঁচে গেছেন। এমনকি ভিডিও রিভিউয়ের পরেও! বদলি খেলোয়াড় কার্ট জুমা গোল করে স্কোর লাইনে ১-১ সমতাও এনে ফেলেছিলেন। সেটি বাতিল হয়ে গেছে বিপজ্জনক অঞ্চলে আজপিলিকুয়েতা উইলিয়ানকে ধাক্কা মেরে ফেলে দেওয়ায়। কিন্তু রিপ্লেতে দেখা গেছে ম্যানইউর ফ্রেড চেলসি অধিনায়ককে পেছন থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন! হতাশার ষোলো কলা প‚র্ণ হয় ৭৬ মিনিটে। জিরুদের হেড অফসাইডের কারণে বাতিল হয়ে গেলে। এতসব ঘটনার মাঝে ৪৫ মিনিটে মার্শিয়াল ও ৬৬ মিনিটে ম্যাগুইয়ার গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

ম্যাচের পর রিভিউয়ের সিদ্ধান্তকে ভুল বলেই আফসোস করেছেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ‘আমি ম্যাগুইয়ের ঘটনাটি আবারও দেখেছি, এ জন্য ভিডিও রেফারি ছিল। কিন্তু তারা লাল কার্ড দেয়নি। আজপিলিকুয়েতাও ধাক্কার শিকার হয়েছে পেছন থেকে।’
এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে আগামী আসরে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে ম্যানইউর। ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা সাতে উঠে গেছে। চতুর্থস্থানে থাকা চেলসির সংগ্রহ ৪১ পয়েন্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার লিগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ