Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘের মুখে ছেঁড়া পর্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সোশ্যাল মিডিয়ার বদৌলতে অসংখ্য না দেখা ঘটনাও দেখা যায়। আর সেসব ঘটনার চিত্র এবং লেখা পড়ে আনন্দ পেলেও কোনো কোনো সময় হয় প্রচন্ড ভয়। সম্প্রতি সে ধরণেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। 

ভিডিওতে এক জোড়া বাঘকে ট্যুরিস্ট বাসের পিছনে ছুটতে দেখা গেছে। চোখে পড়ছে বাসের ছেঁড়া পর্দা নিয়ে টানাটানি করতেও। আর এমন দৃশ্য দেখে আতঙ্কিত নেটিজেনরা। পাশাপাশি ওই ঘটনায় দুই ব্যক্তি কাজও হারিয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যার দিকে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে নন্দনবন জঙ্গল সাফারিতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দনবন জঙ্গলের মধ্যে বাসে সাফারি করছিলেন একদল পর্যটক। হঠাৎ রাস্তার মাঝখানে দুটি বাঘকে মারামারি করতে দেখেন তারা।
এমন ঘটনা দেখে বাস থামান চালক। আর বাস দেখতে পেয়ে হঠাৎ একটি বাঘের মুড চেঞ্জ হয়ে যায়। মারামারির সঙ্গীকে ফেলে সোজা বাসের দিকে ছুটে আসে। এসেই বাসের জানালার বাইরে থাকা পর্দা ধরে টানাটানি শুরু করে।
পর্দা ছিঁড়ে নিচে পড়লে মুখে করে টানতে থাকে। বিষয়টি দেখে ভয় পেয়ে যান বাসে থাকা পর্যটকরা। চালককে বাস নিয়ে পর্যটকরা তাড়াতাড়ি চলে যেতে বলেন। চালক ওমপ্রকাশ ভারতী বাস চালিয়ে কিছুটা দূরত্বে যাওয়ার চেষ্টা করেন।
এরপর কিছুক্ষণ বাসের পিছনে ধাওয়া করে লড়াইয়ে ইতি টানে বাঘ। বাসের মধ্যে থাকা বেশিরভাগ পর্যটক ভয় পেলেও কেউ কেউ এই ঘটনার ভিডিও তুলে রেখেছিলেন। পরে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।
আর এতেই ঘটে বিপত্তি। ভিডিও দেখার পরই ওই বাসের চালক ওমপ্রকাশ ভারতী ও গাইড নবীন পুরানিয়াকে কাজ থেকে বরখাস্ত করেছে পর্যটন দফতর। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বনরক্ষীকেও শোকজ করা হয়েছে।’ সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঘ

২৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ