Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর পদ্মায় জালে ধরা পড়লো সাড়ে ১২ কেজি’র বাঘাইড়

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৩, ৬:৩৪ পিএম

রাজবাড়ীর জেলার পদ্মা ও যমুনার মোহনায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটি সাড়ে বারো কেজি ওজনের।
রবিবার ( ২২ জানুয়ারী ) দুপুরে আরিচা ঘাট এলাকার জেলে গোবিন্দ ঘোষের জালে মাছটি ধরা পরে। মাছটিকে দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে নিয়ে আসলে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার টাকায় কিনে নেন চাদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মোঃ চান্দু মিয়া।
মালিক মোঃ চান্দু মিয়া বলেন, রবিবার দুপুরে ধরা পরা মাছটি কিনে নেওয়ার পর কেজি প্রতি ১ শত টাকা লাভে ১ হাজার ৩০০ টাকা দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ