Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত সংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম


পানের দোকান বন্ধ
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে ভারতের শহরগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কোনো রকম কমতি রাখছে না নরেন্দ্র মোদির প্রশাসন। গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর আহমেদাবাদে যাবেন তিনি।সেখানে পান ও পানমসলা চিবিয়ে রাস্তায়-দেয়ালে লালচে থুতু মার্কিন প্রেসিডেন্টের নজরে যাতে না পড়ে, তার জন্য তৎপর আহমেদাবাদ প্রশাসন। টাইমস অব ইন্ডিয়া।


বন্দি বিনিময়ে সম্মত
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে যুদ্ধরত দুই পক্ষ বড় পরিসরে বন্দি বিনিময় করতে সম্মত হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে হুতি বিদ্রোহী ও ইয়েমেন সরকারের মধ্যে সাত দিন ব্যাপী বৈঠকের পর রবিবার এই বন্দি বিনিময়ের ঘোষণা দেওয়া হয়। ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ দ‚ত এক বিবৃতিতে জানিয়েছেন, শিগগিরই বন্দিদের তালিকা বিনিময়ের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। রয়টার্স।


গুলি করে হত্যা
ইনকিলাব ডেস্ক :আফগানিস্তানের কাবুলে উন্মুক্ত স্থানে ঘুমিয়ে থাকা ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান। তিনি বলেন, ‘রাজধানীর কুরো পর্বতের পাদদেশে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে।’ এএফপি।


কঙ্গোতে নিহত ১৪
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।রোববার নির্মাণ সামগ্রীবাহী একটি ট্রাক রাজধানীর ব্যস্ত সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। তখন মালবাহী ট্রাকটি আশপাশের বেশ কয়েকটি যানবাহনসহ পথচারীদের চাপা দেয়। রয়টার্স।


কবর রচিত হবে
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ এশতায়িহ। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি মানতে ফিলিস্তিনিরা বাধ্য নয়। রয়টার্স।


অবরুদ্ধ ঘোষণা
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে চীনের হুবেই প্রদেশকে এবার অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছে চীন। রোববার করোনা ভাইরাসের উৎস অঞ্চলটিকে অবরুদ্ধ ঘোষণা করে চীন সরকার। ফলে সেখানকার অন্তত ৫ কোটি ৮০ লাখ বাসিন্দা বিশেষ অনুমতি ছাড়া আর বাইরে যেতে পারবেন না। সিনহুয়া।


চাপে পড়ে নয়
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের কোন ধরনের চাপে ইরান আলোচনায় বসবেনা। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়েছে। রবিবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরনা।


প্রস্তাব প্রত্যাখ্যান
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন বিদ্রোহী নেতা রেইক মাচার। প্রেসিডেন্ট সালভা কির শনিবার দক্ষিণ সুদানকে ১০টি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে আরো তিনটি এলাকাকে নতুন প্রশাসনিক এলাকা হিসেবে ঘোষণা করার পরিকল্পনা উপস্থাপন করেছেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ