রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদরাসা ময়দানে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় দেশ মানবজাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় ১০ মিনিট গভীর আবেগপূর্ণ হয়ে পৃথিবীর পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথের দিশা ও সবাইকে মহান আল্লাহ তালার রহমত মাগফিরাত কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং এলাকা থেকে আগত মসল্লিগণ রসুলপুর মাদরাসা ময়দানে বার্ষিক মাহফিলে আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেন। গত বৃহস্পতিবার ১৩ ফেব্রয়ারি হতে রসুলপুর মাদরাসা ময়দানে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়ে গতকাল রোববার সকালে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে এই মাহফিলের সমাপণী হয়। সমাপণী অনুষ্ঠানে রসুলপুর মাদরাসা ময়দানে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের সার্বিক তত্ত¡াবধায়ন এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন চার তরিকার পীরে মোকাম্মেল হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।